০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


পেশাদার ম্যানেজারের পক্ষে বাফুফে

-

জাতীয় ফুটবল দলের ম্যানেজারের দায়িত্ব নিয়ে নানান কথা উঠেছে। বিশেষ করে দলগঠনে ম্যানেজারের হস্তক্ষেপ। কাজী সালাউদ্দিনের গত বারো বছরে দফায় দফায় বদল হয়েছে সিনিয়র বাংলাদেশ দলের ম্যানেজারের পদ। সর্বশেষ এই দায়িত্বে ছিলেন সত্যজিৎ দাশ রুপু। এবার নেপালের বিপক্ষে দুই ফিফা প্রীতি ম্যাচের জন্য এখনো বাংলাদেশ দলের ম্যানেজার করা হয়নি কাউকে। এই মুহূর্তে বাফুফের যে কয়জন সদস্য জাতীয় দলের ম্যানেজার হওয়ার যোগ্যতা রাখেন তাদের মধ্যে রুপুই এগিয়ে। তবে বাফুফে চাচ্ছে পেশাদারি কেউকে এই পদে দায়িত্ব দিতে। গতকাল এমনই কথা বলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
সালাউদ্দিন অবশ্য নিজে এ বিষয়ে একক কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। তিনি তাকিয়ে ন্যাশনাল টিমস কমিটির সিদ্ধান্তের দিকে। জানান, ‘ম্যানেজার বিষয়ে সিদ্ধান্ত নেবে ন্যাশনাল টিমস কমিটি। তবে ব্যক্তিগতভাবে আমি পেশাদারি ম্যানেজারের পক্ষে। যদিও তা সময়সাপেক্ষ ব্যাপার। আমি এটাও মনে করি না, বাফুফের নির্বাহী কমিটির কেউ জাতীয় দলের ম্যানেজার হোক।’ এরপর যোগ করেন, ‘যদি বোর্ড থেকে কাউকে ম্যানেজার করাই হয় তাহলে রুপুর চেয়ে অভিজ্ঞ আর কাউকে তো দেখছি না।’ এরপরও বাফুফে সভাপতি পুরো বিষয়টি ছেড়ে দিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির ওপর। রুপু জানান, আমাকে ম্যানেজার রাখা হোক বা না হোক এ নিয়ে চিন্তিত নই আমি। আমাকে এখন এই বিষয়ে কিছুই বলা হয়নি। এ দিকে গতকাল জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন বসুন্ধরা কিংসের ১২ ফুটবলার। গতকাল ক্যাম্পে উঠেছেন গোলরক্ষক শহীদুল আলম সোহেলও।

 


আরো সংবাদ



premium cement