২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বেশির ভাগ ক্লাবেই পুরনো কোচ

-

দলবদলের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফুটবলারদের তাদের পুরনো ক্লাবেই থাকতে হচ্ছে। তবে ক্লাব বদল হচ্ছে কোচদের। তবে ১৩ দলের মধ্যে সাত ক্লাবই তাদের পুরনো কোচদের রেখে দিচ্ছে। নতুন কোচের দিকে ঝুঁকেছে পাঁচ ক্লাব। পুরনো কোচকে বাদ দিয়ে নতুন কোচ নিচ্ছে আরামবাগ, সাইফ স্পোর্টিং, মুক্তিযোদ্ধা, উত্তর বারিধারা ও বাংলদেশ পুলিশ। বাকিদের আস্থা গতবারের কোচদের ওপরই।
শীর্ষ ক্লাবদের মধ্যে সাইফ স্পোর্টিং এবার নতুন কোচ নিতে যাচ্ছে। তাদের গতবারের কোচ ছিলেন ক্রোয়েশিয়ান ড্রাগো মামিচ। আগে ঢাকা আবাহনীতে কাজ করা এই কোচের নেই নতুন ফুটবলার তৈরির সামর্থ্য। তাই পূর্ণ পেশাদারি ক্লাব সাইফ স্পোর্টিং এমন একজন কোচকে খুঁজছেন যিনি নতুন ফুটবলার তথা ফুটবলার ডেভেলপিংয়ে বড় ভূমিকা রাখতে পারবেন। ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন চৌধুরী জানান, ‘আমাদের কাছে ১২০ জন বিদেশী কাচের বায়োডাটা আছে। তবে আমরা যে কোচই নেই না কেন তাকে হতে হবে প্রো-লাইসেন্সধারী।’ তার দেয়া তথ্য, ‘আমরা জাতীয় দলকে নতুন নতুন ফুটবলার দিতে চাই। এ মুহূর্তে জাতীয় দলের ক্যাম্পে আমাদের সাত ফুটবলার আছে। তাই এমন কোচ চাই যিনি নতুন ফুটবলার তৈরিতে ভূমিকা রাখতে পারবেন।’
বাংলাদেশ পুলিশ দল তাদের গতবারের সাইপ্রাসের কোচ নিকোলা ভিতরভোচকে বাদ দিয়ে নিয়েছে শ্রীলঙ্কার পাকির আলীকে। আরামবাগ ক্রীড়া সংঘে গত বছর কোচ হিসেবে ছিলেন শেখ জাহিদুর রহমান মানিক। এবার তার বদলে ভারতের সুব্রত ব্যানার্জী। উত্তর বারিধারার গত বছরের হেড কোচ ছিলেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার আলফাজ আহমেদ। ক্লাবটি এবার তাকে রাখছে না। ঢাকার ফুটবলে অনেক দিন ধরেই কোচিং করানো আরেক কোচ তাদের পছন্দের তালিকায়। মুক্তিযোদ্ধাও নেবে নতুন কোচকে। তবে আর্থিক সঙ্কটে ক্লাবটির দলগঠন কঠিন হয়ে যাচ্ছে। গত বছর রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ফেডারেশন কাপের ফাইনালে তুলেছিলেন সৈয়দ গোলাম জিলানী। এখন জিলানী জাতীয় দলের সাথে সম্পৃক্ত। এবার তিনি পুরনো ক্লাবে থাকবেন নাকি অন্য ক্লাবে কাজ করবেন এ বিষয়ে কয়েক দিন পরে সিদ্ধান্ত। জানান জিলানী।
ঢাকা আবাহনী, বসুন্ধরা কিংসের মতো মোহামেডানও তাদের গতবারের কোচ শেন লেনের ওপর ভরসা রাখছে। উল্লেখ্য, ঢাকা আবাহনীর কোচ মারিও লেমস এবং বসুন্ধরার অস্কার ব্রুজন। শেখ রাসেল ক্রীড়া চক্রেই থাকছেন কোচ সাইফুল বারী টিটু। এ তথ্য দেন টিটু। চট্টগ্রাম আবাহনীও তাদের কোচ মারুফুল হককে রেখে দিচ্ছে। ব্রাদার্স ইউনিয়ন ম্যানেজার আমের খান জানালেন, এবারো তাদের ডাগ আউটে দাঁড়াবে ইরানি বংশোদ্ভূত জার্মান কোচ রেজা পার্কাস।’ শেখ জামালের দায়িত্বে গতবারের শফিকুল ইসলাম মানিকই। নিশ্চিত করেন ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল।


আরো সংবাদ



premium cement
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত আমদানি ব্যয় কমাতে দক্ষিণাঞ্চলের সূর্যমুখী তেলের আবাদ পাকুন্দিয়ায় গানের আসরে মারামারি, কলেজছাত্র নিহত আবারো হার পাকিস্তানের, শেষ সিরিজ জয়ের স্বপ্ন পাটকেলঘাটায় অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই

সকল