১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


শর্ত না মানলে সিরিজ নয় : ডি সিলভা

-

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছে। শুরু করেছে ক্রিকেটারদের আবাসিক ক্যাম্প। দুই-তিন দিন পরেই শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল ক্রিকেটারদের। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড অলিখিতভাবে বাংলাদেশকে সিরিজের প্রস্তুতি নিতে বলেছিল। কিন্তু এখন ভেস্তে গেছে পুরোটাই। তারা সাফ সাফ জানিয়ে দিয়েছে সফরে যেতে হলে তাদের সরকারের শর্ত মেনেই যেতে হবে। শ্রীলঙ্কার দেয়া কোয়ারেন্টিনের শর্ত না মানলে সিরিজ আয়োজন সম্ভব নয়। এমনটাই জানিয়ে দিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ডি সিলভা। ‘কোভিড-১৯ নিয়ে আমাদের দেশের সরকারের সব নিয়ম মেনেই সফর করতে হবে বাংলাদেশকে। বিধিনিষেধ না মানলে, সিরিজটি স্থগিতের সম্ভাবনা থাকছে।’
স্থানীয় সংবাদ মাধ্যমকে ডি সিলভা বলেন, ‘কোভিড টাস্কফোর্স থেকে আমরা যে বার্তাই পাই না কেন, সেটা আমরা বিসিবিকে পাঠাবো। টাস্কফোর্সের নির্দেশিকা যদি বিসিবি মানতে প্রস্তুত না থাকে, তাহলে এ বছর সিরিজটি আমাদের স্থগিত করতে হবে। তবে আগামী বছর বা পরের বছর সিরিজটি আয়োজনের চিন্তা করব।’
শ্রীলঙ্কার মাটিতে ক্রিকেট সিরিজের জন্য সফর করতে হলে, ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। এ সময়ের মধ্যে তারা অনুশীলন কিংবা জিম করার জন্যও বের হতে পারবেন না। এমন সিদ্বান্তে নারাজ বিসিবি। সাত দিনের কোয়ারেন্টিনের সাথে অনুশীলন চায় বিসিবি। কিন্তু বিসিবির সিদ্বান্তে রাজি নয় শ্রীলঙ্কা। তাই সফর অনিশ্চিত। ২৭ সেপ্টেম্বর তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল বাংলাদেশের। সেটিও সঠিক সময় হচ্ছে না বলে, শ্রীলঙ্কা সফরের জন্য জাতীয় দলের খেলোয়াড়দের বাধ্যতামূলক দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষা স্থগিত করেছে বিসিবি।
করোনার কারণে দীর্ঘ বিরতি গেছে ক্রিকেটারদের। সিরিজ শুরুর আগে তাই ফিটনেস নিয়ে উঠে পড়ে কাজ করতে হচ্ছে ক্রিকেটারদের। না হলে মাঠে নেমে ফিটনেসজনিত কারণে মারাত্মক বিপদে পড়তে পারেন তারা। শ্রীলঙ্কায় গিয়ে ১৪ দিন অনুশীলন না করলে দেশে করা ক্যাম্প তাই জলে যাবে মুশফিক-মুমিনুলদের। ফিটনেসও নেমে যাবে মারাত্মকভাবে।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তাই সংবাদ মাধ্যমকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন, শ্রীলঙ্কার শর্তে সফর সম্ভব নয়। এখন তাই তিন টেস্টের সিরিজ চরম অনিশ্চয়তায় পড়েছে। লংকান বোর্ড অবশ্য মনে করছে, এ বছর সম্ভব না হলেও আগামী বছর সিরিজটি তারা আয়োজন করতে পারবে। বাংলাদেশ সিরিজ স্থগিত হলে একই শর্ত মেনে নভেম্বরে লঙ্কান প্রিমিয়ার লিগ আয়োজন হয় কি-না সেটাই দেখার বিষয়।
শ্রীলঙ্কায় করোনা পরিস্থিতি সামলাতে সরব আছে সে দেশের সেনাবাহিনী। তাই নিয়মের বাইরে যেতে চায় না এসএলসি। তবে সিরিজ নিয়ে এখনো আশাবাদী এসএলসির সচিব মোহন ডি সিলভা। তিনি বলেন, ‘আশা করছি, কোভিড টাস্কফোর্সের দেয়া স্বাস্থ্য নির্দেশিকায় রাজি হবে বিসিবি। কঠোর স্বাস্থ্যনির্দেশিকা মেনে চলায় আমরা এ দেশে মহামারী নিয়ন্ত্রণ করতে সফল হয়েছি। আশা করছি, বিসিবির সাথে শিগগির সমোঝতা করতে পারব।’
দুই টেস্টের প্রস্তাব
বাংলাদেশকে তিন টেস্টের পরিবর্তে দুইটি খেলার প্রস্তাব দিয়েছে ক্রিকেট শ্রীলঙ্কা। অক্টোবরে শুরু হওয়ার কথা থাকলেও সিরিজ চলে যাচ্ছে নভেম্বরে। ফলে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা যাওয়ার দিনও পিছিয়ে যাচ্ছে। বিসিবি বিশেষ সূত্র থেকে এমনটি নিশ্চিত হওয়া গেছে। তবে বিষয়গুলো নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন সুজনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ মুহূর্তে কোনো কিছু চূড়ান্ত নয়। আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবো।


আরো সংবাদ



premium cement