২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে অবসরে মুনরো

-

আসন্ন টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে দুই সপ্তাহ আগেই দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ২০২০ সালের পর কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেললেও টি-২০ বিশ্বকাপের জন্য প্রস্তুত ছিলেন কলিন মুনরো। কিউই কোচ গ্যারি স্টিডও নিশ্চিত করেছিলেন, দল নির্বাচনের আলোচনায় আছে মুনরো। শেষ পর্যন্ত ঘোষিত দলে জায়গা না হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাঁ হাতি এই ব্যাটার। নিউজিল্যান্ডের হয়ে ১ টেস্ট, ৫৭ ওয়ানডে ও ৬৫টি টি-২০ খেলা ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ফ্র্যাঞ্চাইজি টি-২০ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
মুনরো ক্যারিয়ার শুরু করেছিলেন মিডল অর্ডার ব্যাটার হিসেবে। পরের দিকে হয়ে উঠেছিলেন ওপেনার। ছিলেন কিউই দলের আক্রমণাত্মক ব্যাটসম্যানদের একজন। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৭ বলের সেঞ্চুরি করেছিলেন তিনি। যা ওই সময় ওয়ানডেতে ছিল নিউজিল্যান্ডের দ্রুততম সেঞ্চুরিয়ান। ২০১৬ সালে অকল্যান্ডে শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০তে ১৪ বলে করেছিলেন ফিফটি। কিউই ক্রিকেটারদের মধ্যে যা দ্রুততম এবং আন্তর্জাতিক টি-২০তে যৌথভাবে চতুর্থ। টি-২০তে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি তিনটি সেঞ্চুরিও তারই।


আরো সংবাদ



premium cement