১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


পাকিস্তান সফর করা উচিত ইংল্যান্ডের : আকরাম

-

করোনাভাইরাসের মধ্যেও ইংল্যান্ড সফর করছে পাকিস্তান ক্রিকেট দল। তাই এ সফরের কারণে পাকিস্তানের কাছে ইসিবি ঋণী থাকবে বলে মনে করেন উপ-মহাদেশের দলটির সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। তিনি জানান, মহামারীর মধ্যেও ইংল্যান্ড সফর করল পাকিস্তান। ইংল্যান্ডেরও এখন ফিরতি সফরে পাকিস্তান যাওয়া উচিত। আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী, ২০২২ সালের শেষ দিকে পাকিস্তানে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাওয়ার কথা ইংল্যান্ডের। বর্তমান প্রেক্ষাপটে ওই সফরে ইংল্যান্ডের যাওয়া উচিত বলে জানান আকরাম। স্কাই স্পোর্টস আকরাম বলেন, ‘ছেলেরা এখানে খেলতে আসায় পাকিস্তানের কাছে ইংল্যান্ড অনেক ঋণী। তাই ইংল্যান্ডের উচিত নির্ধারিত পাকিস্তান সফরে যাওয়া।’ আকরাম জানান, গেল পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি-২০ ক্রিকেটে অংশ নিয়েছে ইংল্যান্ডের অনেক খেলোয়াড়। তাই পাকিস্তানের নিরাপত্তা নিয়ে ইসিবিকে জানানো উচিত পিএসএলে খেলা ইংল্যান্ডের খেলোয়াড়দের। ক্রিকেট ইতিহাসের সেরা বাঁ হাতি পেসার আকরাম বলেন, ‘ইংল্যান্ডের অ্যালেক্স হেলস-ক্রিস জর্ডান পিএসএলে আমাদের দল করাচি কিংসের হয়ে খেলেছে।


আরো সংবাদ



premium cement