২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

লাইপজিগের ইতিহাস

প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আরবি লাইপজিগ। গোলের পর তাদের খেলোয়াড়দের উল্লাস: এএফপি -

অ্যাতলেটিকো মাদ্রিদকে পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবার সেমিফাইনালে উঠেছে আরবি লাইপজিগ। বুন্দেসলিগায় দারুণ মৌসুম কাটানো লাইপজিগ কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে হারিয়েছে দিয়াগো সিমিওনির দলকে। লাইপজিগের গোল দু’টি করেনÑ দানি ওলমোর ও টেইলার অ্যাডামস। অ্যাতলেটিকোর একমাত্র গোলটি আসে জোয়াও ফিলিক্সের পেনাল্টি কিক থেকে। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করা দলটির সামনে এখন ফাইনালে ওঠার হাতছানি। সেমিফাইনালে লড়াইয়ে তাদের প্রতিপক্ষ নেইমার-এমবাপ্পাদের দল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।
কোয়ার্টার ফাইনালে আরবি লাইপজিগের সামনে দাঁড় করালে অ্যাতলেটিকোকে সেমিফাইনালে দেখছিলেন অনেকেই। কিন্তু লিসবনের এস্তাদিও দা লুজে কোয়ার্টার ফাইনালে দেখা মিলল অন্য দৃশ্য। অ্যাতলেটিকো সবকিছুতেই পিছিয়ে ছিল লাইপজিগের। এবারের প্রতিযোগিতায় যার হাত ধরে লাইপজিগের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আসা, সেই টিমো ভের্নার চলে গেছেন চেলসিতে। সেরা খেলোয়াড়কে হারালেও ট্যাকটিকসের ‘মাস্টার’ ডিয়েগো সিমিওনির দলের বিপক্ষে পাওয়া গেছে দুর্দান্ত লাইপজিগকে। ম্যাচের পরতে পরতে ছিল উত্তেজনা। গোলশূন্য প্রথমার্ধ শেষে ৫০ মিনিটে লাইপজিগ ১-০ তে এগিয়ে যায় দানি ওলমোর গোলে। ঘুরে দাঁড়াতে মরিয়া অ্যাতলেটিকো অবশেষে সফল হয় ৭১ মিনিটে জোয়াও ফিলিক্সের পেনাল্টি গোলে (১-১)। ১-১ সমতায় থাকা ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে বলেই মনে হচ্ছিল। কারণ ৮৭ মিনিট পর্যন্ত স্কোরলাইন ছিল একই। কিন্তু ৮৮ মিনিটে অ্যাতলেটিকোর হৃদয় ভেঙে লাইপজিগ ক্যাম্পে আনন্দের ঢেউ তোলেন টেইলার অ্যাডামস। লাইপজিগের জার্সিতে এটাই অ্যাডামসের প্রথম গোল!


আরো সংবাদ



premium cement