০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


দুই আসরের ভেনু চেয়েছে বাফুফে

-

এ বছর এমনিতেই এএফসির বয়সভিত্তিক মহিলা ফুটবলের কোনো বাছাই পর্ব ছিল না। থাকলেও তা করোনা আটকে দিত। তবে ২০২১ সালে হবে অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপের বাছাই পর্ব। এর চূড়ান্ত পর্ব ২০২২ সালের এই দুই আসরের বিশ্বকাপের সাথে মিল রেখেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখন এই দুই বাছাইয়ের গ্রুপ পর্বের স্বাগতিক হতে চায়। এ জন্য এএফসিতে আবেদনও করেছে বাফুফে। আর এই বাছাই পর্ব অতীতের মতো ঢাকায় হবে না। বাফুফের পরিকল্পনা আসর দু’টি সিলেট এবং কক্সবাজারে আয়োজন করা হবে। গতকাল বাফুফে সেক্রেটারি আবু নাইম সোহাগ জানান এই তথ্য। ২০২১ সালের মার্চে হবে অনূর্ধ্ব-২০ মহিলা ফুটবলের বাছাই পর্ব। আর এপ্রিলে অনূর্ধ্ব-১৭ এর বাছাই পর্ব। বাফুফে অনূর্ধ্ব-২০ বাছাই পর্ব কক্সবাজারে এবং অনূর্ধ্ব-১৭ এর কোয়ালিফাইং রাউন্ডে সিলেটে করতে চায়। তাদের আশা দু’টি না হলে অন্তত একটির ভেনু তারা পাবে। উল্লেখ্য, এখন থেকে অনূর্ধ্ব-১৬ এর পরিবর্তে অনূর্ধ্ব-১৭ এবং ১৯ এর বদলে অনূর্ধ্ব-২০ বাছাই পর্ব হবে।

 


আরো সংবাদ



premium cement