০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


শুটিংয়ের ভবিষ্যৎ কী?

-

শুটিং ডিসিপ্লিনে বেশ কিছু দিন ধরেই হতাশা উপহার দিয়ে আসছেন শুটাররা। গত বছর নেপালে এসএ গেমসে ব্যর্থতার ধারাবাহিকতা বজায় ছিল। এবার সে
ধারা প্রবাহিত হলো কর্মকর্তাদের মাঝেও। বাংলাদেশ শুটিং ফেডারেশনের সভাপতি নাজিম উদ্দিন চৌধুরি ও সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ অপুর দ্বন্দ্বে
শুটিংয়ের ভবিষ্যৎ হুমকির মুখে।
শুরুর দিনগুলোতে সাধারণ সম্পাদক হামিদ অপুই চালাতেন ফেডারেশন। এটা নিয়ে সেভাবে মাথাব্যথা ছিল না সভাপতি নাজিম উদ্দিনের। অভিজ্ঞ রাইফেল কোচ
ক্ল¬াবস ক্রিস্টেনসেনকে উড়িয়ে এনে ২০২৪ অলিম্পিক গেমসে সরাসরি খেলার লক্ষ্যও নির্ধারণ করেছিলেন। শুটারদের সুযোগ-সুবিধাও বেড়েছিল। বিদেশে
নিয়মিত খেলার সুযোগও পাচ্ছিলেন বাকি-শাকিলরা।
হঠাৎ করেই যেন পাল্টে গেল চিত্র। গত বছর বার্ষিক সাধারণ সভায় কাউন্সিলরদের হাতে আসে অপুর বিরুদ্ধে নানা অভিযোগসংবলিত একটি উড়োচিঠি। সেটির
ওপর ভিত্তি করেই গত জুলাইয়ে নির্বাহী সভায় তিন সদস্যের (হোসনে আরা বেগম, জিয়াউদ্দিন আহমেদ ও ইয়াসমিন গফুর) তদন্ত কমিটি গঠন করেন
ফেডারেশনের সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী। দীর্ঘ অনুসন্ধান ও কার্যক্রম শেষে চলতি বছরের মার্চে তদন্ত কমিটি ২৩ জনের সাক্ষ্যসংবলিত ৫০ পৃষ্ঠার
প্রতিবেদন দাখিল করে।
নাজিম জানান, ‘আর্থিক অনিয়ম, সরঞ্জামাদি ক্রয়ে বেহিসাবি খরচ, নিজের ঠিকাদারি প্রতিষ্ঠানকে ফেডারেশনের কাজ দেয়া, নিজ প্রতিষ্ঠানের স্টাফদের
ফেডারেশনের বিভিন্ন দায়িত্বে বসানো, অস্ত্র-গুলি ক্রয়ে সরকারি নিয়ম না মানা, খেয়ালখুশি মতো ফেডারেশন পরিচালনাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে অপুর
বিরুদ্ধে। সব দেখে মনে হচ্ছে তিনি ফেডারেশনকে নিজের ব্যবসাক্ষেত্র বানাতে চেয়েছিলেন।’
অপু অবশ্য তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। তার বিরুদ্ধে বানোয়াট, অসত্য অভিযোগ এনে আগামী ডিসেম্বরে ফেডারেশনের
নির্বাচনে সুবিধা নেয়ার পাল্টা অভিযোগ করেন সভাপতির বিরুদ্ধে। ‘সভাপতি যখন বুঝতে পারলেন সামনের নির্বাচনে তিনি সভাপতি থাকতে পারবেন না,
তখন থেকেই আমার বিরুদ্ধে নানা অভিযোগ আনতে শুরু করলেন। সভাপতির উদ্দেশ্য নিজের লোকজন নিয়ে একটি পকেট কমিটি গঠন করা। আমাকে বাদ
দিতে মিথ্যে-বানোয়াট, অসত্য অভিযোগ আনা হচ্ছে। আমাকে কোনো কাজ করতে গেলে নানা অপবাদ দিয়ে বাধা দেয়া হচ্ছে। এতে করে খেলাটারই ক্ষতি
হচ্ছে।’


আরো সংবাদ



premium cement
গরমে ঢাকার হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপ, শিশু ওয়ার্ডে আসন সঙ্কট প্রকট এ জে মোহাম্মদ আলীর রূহের মাহফিরাত কামনায় সুপ্রিম কোর্টে দোয়া চৌগাছায় দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ১ বিঘা জমির পানের বরজ সেলফি তুলতে চাওয়ায় ভক্তের ওপর চটেছেন সাকিব, চেপে ধরলেন ঘাড় টিভি চ্যানেলের অবৈধ সম্প্রচার বন্ধে কার্যক্রম শুরু যেখানে অবৈধ পাথর খনির মিহি গুঁড়াতে ভরে ওঠে ফুসফুস শিবপুরে গৃহবধূর আত্মহত্যা : স্বজনদের দাবি হত্যা, স্বামী আটক সিদ্ধিরগঞ্জে হেলে পড়েছে ৬ তলা ভবন, আতঙ্ক জাতিসঙ্ঘ ত্রাণ সংস্থার প্রধানকে দ্বিতীয়বারের মতো গাজায় প্রবেশে বাধা দিলো ইসরাইল টানা তাপপ্রবাহের পর চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি নোয়াখালীতে অশ্লীল ছবি ফেসবুকে ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

সকল