২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

আমফানে ক্ষতিগ্রস্তদের খাবার পানি দিচ্ছেন তামিম-মুশফিকরা

-

করোনার কবলে বিধ্বস্ত পুরো বাংলাদেশ। এর সাথে যোগ হয়েছে ঘূর্ণিঝড় আমফান। গত ২০ মে শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানের আঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের দক্ষিণাঞ্চল। এই কঠিন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। শুরুতে আমফনে বিধ্বস্ত ঘরবাড়িগুলো পুনর্নির্মাণে সাহায্য করেছেন ক্রিকেটাররা। এবার ক্ষতিগ্রস্ত অঞ্চলের মানুষজনের জন্য সুপেয় খাবার পানির ব্যবস্থা করেছেন তামিম-মুশফিকরা।
বিষয়টি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। দিনে প্রায় এক হাজার মানুষের জন্য খাবার পানির ব্যবস্থার কথা জানিয়েছেন তামিম। ফেসবুকে লিখেছেন, ‘করোনাভাইরাসের এই দুর্যোগের মধ্যেই কিছু দিন আগে বাংলাদেশে আঘাত করেছিল ঘূর্ণিঝড় আমফান। দেশের দক্ষিণাঞ্চলে অনেক ক্ষতি হয়েছে এই ঝড়ে। আমরা খবর পেয়েছিলাম, সাতক্ষীরার শ্যামনগরে অনেক মানুষ খাবার পানির তীব্র সঙ্কটে ভুগছে। এরপর জাতীয় ক্রিকেট দলের পক্ষ থেকে ওই অঞ্চলের মানুষের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে।’

 


আরো সংবাদ



premium cement