২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


দর্শকশূন্য মাঠে ক্রিকেটের পক্ষে ল্যাঙ্গার

-

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ওয়েন মরগানের পর এবার দর্শকশূন্য মাঠে ক্রিকেটে ফেরার পক্ষে মত দিলেন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ জাস্টিন ল্যাঙ্গার। প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের কারণে বিশ্বের অধিকাংশ দেশে সব ধরনের খেলাধুলা বন্ধ হওয়ার আগে অস্ট্রেলিয়া তাদের সবশেষ ক্রিকেট ম্যাচটি খেলেছিল দর্শকশূন্য মাঠে। গত ১৩ মার্চ নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের পর বাতিল হয়ে যায় তিন ম্যাচের সেই সিরিজ।
পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই মাঠে ফিরতে চান ল্যাঙ্গার। সেটা যদি খালি স্টেডিয়ামেও হয়, তাতেও খুশি হবেন বলে বিবিসি রেডিওকে জানিয়েছেন তিনি। ল্যাঙ্গার বলেন, ‘ছোটবেলায় আপনি যখন খেলা শুরু করেছিলেন তখন সেখানে কোনো দর্শক থাকত না। আপনি খেলতেন কারণ, আপনি খেলাটা খেলতে ভালোবাসতেন, আপনার বন্ধুদের সাথে খেলতে ভালোবাসতেন।’ গ্যালারিশূন্য মাঠে খেলা যায় কি না, এ নিয়ে ভাবছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডও (ইসিবি)।


আরো সংবাদ



premium cement