২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পাকিস্তানি ক্রিকেটাররা দিলেন ৫০ লাখ রুপি

-

করোনাভাইরাস প্রতিরোধে রাষ্ট্রীয় জরুরি তহবিলে ৫০ লাখ রুপি দিয়েছে পাকিস্তানি ক্রিকেটার ও ক্রিকেট বোর্ডের কর্মীরা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তহবিলে টাকা দেয়ার বিষয়টি ঘোষণা করেছে। এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, বোর্ডের সাথে চুক্তিবদ্ধ ক্রিকেটাররা ৫০ লাখ পাকিস্তানি রুপি দেবেন করোনা তহবিলে। এ ছাড়া বোর্ডের সিনিয়র ম্যানেজার পর্যায়ের কর্মকতারা এক দিনের এবং জেনারেল ম্যানেজার বা তার উপরের কর্মকর্তারা দুই দিনের বেতন সরকারের তহবিলে দেবেন।
পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড সবসময় জনগণের পাশে দাঁড়াতে প্রস্তুত। এটি অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং সময় যা আমাদের স্থানীয় প্রতিনিধি, সরকার ও স্বস্থ্যকর্মীদের মুখোমুখি হতে হচ্ছে।’ মানি বলেন, ‘আমরা আমাদের স্বাস্থ্যকর্মীদের সুস্থতা ও সাফল্যের জন্য প্রার্থনা অব্যাহত রেখেছি, যাতে আমাদের সমাজে স্বাভাবিকতা ফিরে আসে। আর মহামারী করোনা প্রতিরোধে প্রচেষ্টায় সরকারকে সহযোগিতা করতে সামান্য অবদান রাখছি।’
পিসিবি চেয়ারম্যান আরো বলেন, ‘করোনারোধে সমাজে যারা সহযোগিতা করছেন, ক্রিকেটার ও স্টাফ যারা স্থানীয় প্রতিনিধিকে সাহায্য করছেন এবং অনেক দাতব্য সংগঠন নিজেদের পন্থায় সহযোগিতা করছেন, তাদের মূল্যবান সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ।’

 


আরো সংবাদ



premium cement