০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


বসুন্ধরা কিংসে জার্মান প্রবাসী

-

সাইফ স্পোর্টিংয়ের নেতৃত্বে ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া। তিনি জাতীয় দলেরও অধিনায়ক। ব্রাদার্সে খেলছেন সুইডেন প্রবাসী জোসেফ নূর। আরো কিছু প্রবাসী বিভিন্ন ক্লাবে ট্রায়ালে এলেও তারা যোগত্য প্রমাণ করতে পারেননি। এখন বসুন্ধরা কিংসে আছেন এক জার্মান প্রবাসী। অবশ্য তার বয়স মাত্র ১৭। নাম গ্যাব্রিয়েল লুইস শামসুল। ডিফেন্সের সব পজিশন এবং উইংগারে খেলতে পারেন তিনি। গ্যাব্রিয়ালের খেলায় মুগ্ধ বসুন্ধরার ম্যানেজার বি এ যোবায়ের নিপু। নিপুর মতে, ওর বাবা তার দুই ছেলেকে বাংলাদেশে খেলানোর জন্য নিয়ে আসে। বড় ছেলের খেলায় আমরা পাস মার্ক দিতে পারিনি; কিন্তু ছোট ছেলে গ্যাব্রিয়েল খুব ভালো। দীর্ঘদেহী সে। খেলেছে জার্মানির যুবপর্যয়ের ক্লাব এসএফ লোটে, বেড রোথেনফিল্ডে। এখনো আছে ব্লুু উইব হোলেজে। সে আমাদের সাথে ক্যাম্পে আছে।
বাফুফে ভবনেও এই গ্যাব্রিয়েলকে দেখা গেছে। তাকে কোনো বয়সভিত্তিক দলে নেয়া যায় কি না সে চেষ্টা করছে বাফুফে। অবশ্য জাতীয় দলের কোচ জেমি ডে বলেন, বসুন্ধরা কিংস তো তাকে এখনো খেলায়নি। কোচ অস্কারের সাথে আমার কথা হয়েছে। এখন গ্যাব্রিয়াল যদি ক্লাব দলে না খেলে তাহলে তাকে কিভাবে জাতীয় দলে ডাকি। এটা তো অন্যায় হয়ে যাবে।


আরো সংবাদ



premium cement