১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


মিরাজের ক্যারিয়ার সেরা বোলিং

-

এতোদিন পর্যন্ত মেহেদী হাসান মিরাজের সেরা বোলিং ফিগার ছিল ৭৭ রানে ৬ উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টেই এই কৃতিত্ব অর্জন করেন তিনি। সেটা ২০১৬ সালের কথা। পুরনো সেই অর্জন ২০১৮ সালে ছাড়িয়ে গেলেন মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গড়লেন নতুন রেকর্ড। ৫৮ রানে ৭ উইকেট নিয়ে দেশের তৃতীয় সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েছেন ডানহাতি এই অফস্পিনার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষ বিকেলে ফিরিয়েছিলেন কাইরন পাওয়েল, সাই হোপ ও রস্টোন চেজকে। আজ তৃতীয় দিন সকালে সিমরন হেটমিয়ারকে দিয়ে শুরু করেন। এরপর একে একে দেবেন্দ্র বিশু, কেমার রোচ এবং শন ডোরিচকে সাজঘরে ফেরান। তার দুর্ধর্ষ বোলিংয়ে প্রথম ইনিংসে ১১১ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

ঢাকা টেস্টের ম্যাচের প্রথম ইনিংস পর্যন্ত ১৮ টেস্টে মাত্র ৩৩ ইনিংসে বোলিং করেই দেশের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ ৭৯টি উইকেট দখল করে ফেলেছেন মিরাজ। এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন ছয়বার। এর মধ্যে তিনবার নিয়েছেন ৬ উইকেট আর একবার সাতটি।

এই তালিকায় তার আগে রয়েছেন সাকিব আল হাসান, মোহাম্মদ রফিক ও তাইজুল ইসলাম।

বাংলাদেশে সেরা বোলিং ফিগার -

বোলারের নাম--------উইকেট/রান-----প্রতিপক্ষ-----সাল

১) তাইজুল ইসলাম ----৮/৩৯----------জিম্বাবুয়ে-----২০১৪
২) সাকিব আল হাসান --- ৭/৩৬-------নিউজিল্যান্ড--২০০৮
৩) মেহেদি হাসান মিরাজ --৭/৫৮----ওয়েস্ট ইন্ডিজ--২০১৮
৪) এনামুল হক জুনিয়র ----৭/৯৫ ----জিম্বাবুয়ে-------২০০৫
৫) শাহাদাত হোসেন রাজীব -- ৬/২৭---দক্ষিণ আফ্রিকা---২০০৮

 

বাংলাদেশে সর্বোচ্চ উইকেট শিকারী -

বোলারের নাম----------উইকেট

১) সাকিব আল হাসান -- ২০৫*
২) মোহাম্মদ রফিক ----- ১০০
৩) তাইজুল ইসলাম ------ ৯৬*
৪) মেহেদি হাসান মিরাজ-- ৮০*
৫) মাশরাফি বিন মর্তুজা ---৭৮*


আরো সংবাদ



premium cement
মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে ৫২ হাজার কোটি টাকা খরচ হচ্ছে কেন? মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত রাফা অভিযান : ইসরাইলকে সতর্কবার্তা ১৩ পররাষ্ট্রমন্ত্রীর ‘অজানা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের’ পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া চুয়াডাঙ্গার তাপমাত্র আবা‌রো ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই নির্বাচনের পরেও সে কথাই বলেছে যুক্তরাষ্ট্র : ড. মঈন খান ভালুকায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ১, আহত ৫ সর্বোচ্চ আয় করা খেলোয়াড় রোনালদো, মেসির অবস্থান কোথায়? ৩৬ বছর শিক্ষকতার পর রাজকীয় বিদায় ‘দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়েছে’ দুর্ঘটনায় ১৬ জন নিহত হওয়া মুম্বাইয়ের সেই বিলবোর্ডের মালিক গ্রেফতার

সকল