০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


পরাজয় নয়

-


জল আর জলে মাছেদের কানামাছি খেলা,
ফসলের মাঠে রোদ বৃষ্টির ছেলেবেলা।
রুদ্র বৈশাখ অবেলায় বুঝি নটরাজ!
লণ্ডভণ্ড করে জীবনের কারুকাজ।

আহাজারি নয় এ তো প্রকৃতিরই শাসন
হয় হোক ক্ষতি, শোনেনি তো কেউ সে বারণ!
সাহসেই বাঁধো বুক, বিশ্বাসে হবে জয়
নয় ভয় নয়; জীবন মানে না পরাজয়।


আরো সংবাদ



premium cement