২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

অবসর

-

যখন আমার একলা প্রহর যায় কেটে যায় একা,
তখন নিবিড় সঙ্গী হয়েই নিঃসর্গ দেয় দেখা।
ফুলের সঙ্গে নীরব ভাষার সংলাপে হয় প্রেম,
পাখির কূজন হৃদয় গহিন ছড়ায় সুরের হেম!

নীল আকাশের মেঘগুলো সব হাতছানি দেয় ডেকে,
বকের বহর সঙ্গে ভিড়াই উড়তে জমিন থেকে।
দখিন হাওয়া হিমেল পরশ ছোঁয়ায় যখন প্রাণে,
কল্পলোকের বুলবুলি মোর ভুবন মাতায় গানে!

স্নিগ্ধ সবুজ বৃক্ষরা দেয় সম্ভাষণের দোল,
আমন্ত্রণের বার্তা পাঠায় দূর্বা ঘাসের কোল।
শাপলা ফুলের মুগ্ধ জগৎ রঙিন হয়রে বিলে,
তৃষ্ণ হিয়ার ক্লান্ত নয়ন স্নিগ্ধতা সব গিলে।

রূপের ছোঁয়ায় অবসরে মোর রঙিন সময় কাটে,
প্রাণ খুলে তাই যাই ছুটে হায় রূপের দারুণ হাটে।


আরো সংবাদ



premium cement