০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


প্রি য় জ ন প ঙ ক্তি মা লা

-

আশায় রাখি

আমি এখনো তুমি ডাকা-ভোরের আশায় থাকি
এখনো তোমার -জোসনামাখা রাতের
স্পর্শ পাওয়ার আশায় থাকি,
শরতের এক বিকালে ভেজা চুলে তুমি
কাশবনে আসবে সে আশায় থাকি
এই অন্তরে যে পাথর চাপার মতো কষ্টটা আছে;
তুমি এলেই কষ্টটা শূন্যে মিলিয়ে যাবেÑ
মনকে সে আশায় আশায় রাখি।
দেবিদ্বার, কুমিল্লা

হাসান নাজমুল
স্বাধীন ভূখণ্ডে

তেপান্তর অভিমুখী মনÑ
ব্যস্ত ক্ষণ ভেঙে দেয় নির্নিমেষ;
দুশ্চিন্তার উদ্দীপনা ভেঙে
আমার চোখও বসে থাকেÑ
সরষে ক্ষেতের আলে;
সহজ হৃদয় কঠিন সময় ছেড়ে
কান পেতে শোনে
নদীজলের বিরহ-প্রলাপ,
অর্থের অঙ্কগুলো সমাধানহীন রেখে
আমার মস্তিষ্ক ছুটে যায় মুক্তির মিছিলে,
আমার প্রতিটি ইন্দ্রিয় স্বাধীনতা নিয়ে
হেঁটে বেড়ায় স্বাধীন ভূখণ্ডে।
বেলকুচি, সিরাজগঞ্জ

রামপ্রসাদ সূত্রধর
নিশির ডাক

মধ্য রাতে ডাকে আমায়
মিষ্টি সুরে আহ্লাদে,
আধখানা চাঁদ হাতে নিয়ে
রূপোর মলে জোছনা গায়ে
মৃদু হাওয়া নাগাল পাওয়া
ভারী মুশকিল, বিভোর আমি
সত্য নাকি, কল্পনা?
অন্ধকারের অপার শক্তি
পাইনা সাহস, পাইনা মুক্তি
ব্যাপারটা বেশ ঘোলাটে
ভাবছি বসে এই কি তবে...?
নিশিরানীর ডাকই হবে!
মির্জানগর,মানিকগঞ্জ

এইচ এস সরোয়ারদী
চিনির মতো মিষ্টি তুমি

চিনির মতো মিষ্টি তুমি
নেই তুলনা নেই,
তোমার রূপের বর্ণনাটা
কেমন করে দেই।
তোমার চুলের দু’ফোঁটা জল
একটু নাকের ঘাম,
আমার কাছে খুব বেশি নয়
কয়েক কোটি দাম।
তোমার হাসি আমার কাছে
দাম হবে আর কত,
হয়তো ধরো তাজমহলের
মূল্য আছে যত?
কাজল কালো তোমার আঁখির
হয়না মূল্য কোনো,
তুমি আমার কত্তো প্রিয়
নীরবে কই শোনো।
সোনারগাঁ, নারায়ণগঞ্জ

শফিকুল ইসলাম শফিক
মিঠেকড়া প্রেম

আজ শুক সারির অন্দরমহলে
সাদা-কালো রাতের মহাসমাবেশ।
সারেজাহানে একটাই চাঁদের হাট
মোলায়েম উল্লাস ঝরে পড়ে অহর্নিশ।
আজ অহমিকা বরফ গলা নদী
ঝরনার মতো হাসি তার বুকে ঢেউ তোলে।
বিভেদের দিগন্তজোড়া দেয়াল
প্রেমের তোড়ে ভেঙে পড়ে অনায়াসে।
প্রেমিক মন মুঠি মুঠি সাধ-আহ্লাদ
বিলিয়ে দেয় পরম তৃপ্তির আঙিনায়।
উত্তর-দক্ষিণের মিলনমেলায়,
মিঠেকড়া প্রেম ছুটে চলে দিগি¦দিক।
রাজশাহী বিশ্ববিদ্যালয়

সাইদুল তাসফিন
ভালোবাসার ডাক

একটুখানি বৃষ্টি হলে
হৃদয়মাঝে ঝড় উঠে
একটুখানি রোদ্র দিলেই
নানা রঙের ফুল ফুটে।
কাশফুলেরই শুভ্র ছোঁয়া
বুঝতে বড় মন লাগে,
আকাশজুড়ে মেঘের চিঠি
মনের তীরে চর জাগে।
পদ্মফুলের খামে করে
ভালোবাসার ডাক আসে
ভালোবাসা এঁকে দিলাম
কাশফুলের ঐ ক্যানভাসে।
ঢাকা কলেজ, ঢাকা

রুহুল আমিন রাকিব
নির্বাসিত জীবন

রাতের আঁধারে ঘুমিয়ে পড়ে সকল প্রজাতির কীট।
মানুষের যদি কোনো একান্ত অনুভূতি নাও থাকে;
তবুও নদীর জল, রাতের জোছনা, প্রকৃতির রূপের
ধার করা কিছু অনুভূতি নিয়ে
সাজিয়ে লিখে এক একটি কবিতা।
পাখির নীড়, গোধূলি বেলা, কিছু খড়কুটো
আর দুঃখগুলোকে নিয়েও লিখে দেয়
আস্ত একটা বেদনার নীল গল্প।
কুয়াশা ঘেরা সকালে রাস্তার মোড়ে
গরম ধোঁয়া উড়া চা’য়ের মগে চুমুক দিতে দিতে
হয়তো কেউ ফিরে যায় অতীত স্মৃতিময় দিনে!
যেখানে ফেলে এসেছে শৈশবের সোনাঝরা দিন।
অবশেষে হিসাবের খাতায় অঙ্ক কষে,
ফলাফল শূন্য নির্বাসিত জীবন নিয়ে
দাঁড়িয়ে বিদায়ের অন্তিম ক্ষণে।
দূর্গাপুর, কুড়িগ্রাম


আরো সংবাদ



premium cement
সিদ্ধিরগঞ্জে হেলে পড়েছে ৬ তলা ভবন, আতঙ্ক জাতিসঙ্ঘ প্রধানকে দ্বিতীয়বারের মতো গাজায় প্রবেশে বাধা দিলো ইসরাইল টানা তাপপ্রবাহের পর চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি নোয়াখালীতে অশ্লীল ছবি ফেসবুকে ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ যুক্তরাষ্ট্রে ইসরাইলবিরোধী সমাবেশ থেকে গ্রেফতার প্রায় ২৫০০ কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড দাগনভুঞা উপজেলা চার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহ্জাদা মিয়ার জামিন হামাসের সাথে চুক্তির ব্যাপারে মিসরীয় প্রস্তাব মেনে নিন : ইসরাইলি প্রধানমন্ত্রীকে প্রতিরক্ষামন্ত্রী টাঙ্গাইল শাড়ি নিয়ে ভারতে আইনি লড়াইয়ের ল’ফার্ম নিয়োগ নোয়াখালীতে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সকল