১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


প্রি য় জ ন প ঙ ক্তি মা লা

-

অভিমানী প্রিয়া

অভিমানী প্রিয়া কেমন আছো তুমি?
কেমন চলছে তোমার স্বপ্নময় সুখের সংসার;
তোমার হৃৎপিণ্ডজুড়ে এখন কার বিচরণ?
বর্ষা রাতে, এখনো কি তোমার দু’চোখজুড়ে
কান্না পরীর বাড়ি সাজাও?
বড্ড বেশি অভিমান করো বুঝি এখনো!
উদাস দুপুরে, বেসুর গলায় এখন কে গান শোনায়?
পোয়াতি রোদের আলোয়, কার মেসেজে ঘুম ভাঙে তোমার;
একমুঠো সুখ খুঁজতে কার আকাশে, ঘুড়ি ওড়াও?
তোমার আকাশেও কি বেদনার মেঘ জমে!
আচ্ছা তোমার হৃৎপিণ্ডজুড়ে, পোড়া গন্ধ কেন!
তবে কি তুমি সুখে নেই,অভিমানী প্রিয়া।
গাজীপুর

হাসান নাজমুল
সময় আলগোছে পালায়

সময়ের সঙ্গী হলেÑ
কুড়িয়ে আনতাম শৈশব
কাঁচা অনুভূতি
বুদ্ধিহীন ঘোরাফেরা
প্রচুর আনন্দ-বৈভব
কৈশোর অনুভব;
সময় আলগোছে পালায়,
বুকের পৃথিবীতে এখনো
নড়ে ওঠে গোল্লাছুট
সরল হুল্লোড়
ঝোপঝাড়ের লুকোচুরি;
এখনো বেজে ওঠে সুরেলা সঙ্গীত,
কোনো এক স্বাপ্নিক সন্ধ্যায়
শৈশবের সাথী এসে
হাতে গুঁজে দেয় রঙিন মার্বেল,
সময়ের সঙ্গী হলেÑ
ফিরে যেতাম সেই শৈশবে।
প্রিয়জন- ১৬১৬

 

ইসমত জাহান লিমা
বারুদে পোড়ানো কথা

প্রিয় তুমি দেখিওÑ
একদিন তোমার শহরে আগুন জ্বালানোর অভাব নামবে
সেদিন তোমার আশেপাশে কিছু পোড়ানোর মতো
দিয়াশলাইয়ের একটা কাঠিও থাকবে না।
তার কারণ কি জানো?
দিয়াশলাইয়ের সব কাঠির বারুদে
আমার অব্যক্ত সব কথা
আমি তোমার শহরের ত্রিমাথায় জ্বালিয়ে দেবো।
পুরনো ভিটের উইপোকাদের ঢিবিতে
হৃদয়ের জলাসিক্ত ডায়েরিটা নির্দ্বিধায় বিলিয়ে দেবো।
জানো সেদিন কি হবে?
সেদিন ধুলোভরা চোখের বারান্দায় একফোঁটা বৃষ্টি হবে
তোমার জন্য সেই একফোঁটা জলেই আমার শেষ সলিলসমাধি হবে।
তারপর?
তারপর ত্রিমাথার সেই কথা পোড়ানো ছাইয়ে
তুমি হন্যে হয়ে খুঁজবে; কী এমন লেখা ছিল তাতে।
দিনাজপুর


আরো সংবাদ



premium cement
‘ভুয়া তথ্য’ ছড়িয়ে কিরগিজস্তানে বিদেশী শিক্ষার্থীদের ওপর হামলা রংপুরে হুমকি দাতা ইউপি মেম্বারকে তলব করল রিটার্নিং কর্মকর্তা রাইসির মৃত্যু হলে কে হবেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট মিরসরাইয়ে ফের মিললো অবিস্ফোরিত গ্রেনেড, পরে ধ্বংস প্রচারণার গাড়ি ভাঙচুর মারধর, মানববন্ধন সামরিক মহড়ায় অংশ নিতে কম্বোডিয়ায় দু’টি চীনা যুদ্ধজাহাজ, উদ্বিগ্ন ওয়াশিংটন হাতিয়ায় হরিণের গোশত জব্দ করেছে কোস্ট গার্ড আশুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোরিকশা চালকের মৃত্যু রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার দ্রুত চাপে পড়বে : প্রত্যাশা পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহী কানাডা মহাদেবপুরে বাসচাপায় মাদরাসাছাত্র নিহত

সকল