সামরিক মহড়ায় অংশ নিতে কম্বোডিয়ায় দু’টি চীনা যুদ্ধজাহাজ, উদ্বিগ্ন ওয়াশিংটন
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ মে ২০২৪, ২২:৩৮
চীনের দু’টি যুদ্ধজাহাজ রোববার কম্বোডিয়ায় অবতরণ করেছে। দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির সাথে এ যাবৎকালের সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে এ যুদ্ধ জাহাজের অবতরণ। বেইজিংয়ের রাষ্ট্রদূত তাদের ‘ইস্পাত কঠিন’ বন্ধুত্বের প্রশংসা করেছেন।
চীনের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র কম্বোডিয়া বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছে। বেইজিং এই অঞ্চলে তার প্রভাব বিস্তার করতে কম্বোডিয়ান নৌ-ঘাঁটির ব্যবহার থাইল্যান্ড উপসাগর পর্যন্ত সম্প্রসারিত করবে। বিষয়টি নিয়ে ওয়াশিংটন ক্রমবর্ধমানভাবে উদ্বিগ্ন।
১৫ দিনের স্থল ও সমুদ্র মহড়ার অংশ হিসেবে ৭৬০ জন চীনা সামরিক কর্মী, প্রায় এক হাজার ৩০০ কম্বোডিয়ান এবং ১১টি কম্বোডিয়ান জাহাজসহ রোববার প্রশিক্ষণ জাহাজ কিজিগুয়াং ও উভচর যুদ্ধ জাহাজ জিংগাংশান সিহানুকভিলে অবতরণ করেছে।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা