০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


বৈশাখ এসে

-

বৈশাখ এসে দিলো আবার নতুন দিনের ডাক
মনের পাখির স্বপ্ন ডানা উড়াল দিয়ে যাক।
নতুন আলোর পথিক হয়ে আবার চলার শুরু
ফেলে রেখে ব্যর্থতা ভয় বুকের দুরু দুরু।

বৈশাখ এসে দাবদাহে মাঠ শুকিয়ে খা খা
তৃষ্ণাতে প্রাণ বুঝি বেরোয় তাই ডাকে কাক কা কা।
বটের ছায়ায় নদীর তীরে কিংবা খোলা মাঠে
গ্রাম শহরে জমছে মেলা আনন্দে বেশ কাটে।

বৈশাখ এসে কখনো তার ঈশান কোণের মেঘে
ঝড়ের সাথে শিলাবৃষ্টি ঝরায় তুমুল বেগে।
ঝড়ের শেষে কেউ তবু যে হয়না দিশেহারা
আগামীর সুখ স্বপ্ন আশা বুনে চলে তারা।

বৈশাখ এলে তিল তিসি পাট ফসল বোনার পালা
ছোট্ট শিশু ঝরা বকুল কুড়িয়ে গাঁথে মালা।
মাঠে মাঠে সোনালি রঙ পাকা বোরো ধান
তাইতো চাষীর মুখে হাসি প্রাণে খুশির বান।


আরো সংবাদ



premium cement