১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ডুয়েট শিক্ষার্থী-পরিবহন শ্রমিক সংঘর্ষ, ঢাকা-গাজীপুর বাস চলাচল বন্ধ

ডুয়েট শিক্ষার্থী-পরিবহন শ্রমিক সংঘর্ষ, ঢাকা-গাজীপুর বাস চলাচল বন্ধ - ফাইল ছবি

গাজীপুরে তুচ্ছ ঘটনার জেরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থী ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষের জেরে গাজীপুর থেকে ঢাকার সাথে বাস চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার বেলা ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা-গাজীপুর রুটে বাস চলাচল বন্ধ থাকলেও অন্যান্য রুটে তা স্বাভাবিক রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার পরিদর্শক (তদন্ত) নন্দলাল চৌধুরী জানান, বৃহস্পতিবার মধ্যরাতে ডুয়েটের কয়েকজন শিক্ষার্থী জেলা শহরের শিববাড়ি মোড় থেকে মোটরসাইকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার পথে বাস স্ট্যান্ড এলাকায় পেছন থেকে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান ওই শিক্ষার্থীরা। এতে তারা ক্ষিপ্ত হয়ে কথা কাটাকাটির একপর্যায়ে শ্রমিকদের ওপর চড়াও হন। ওই সময় দু’পক্ষের মধ্যে হাতাহাতিও হয়। পরে ডুয়েটের অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে ছাত্রদের মারধর করার খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে উত্তেজনা ছড়ায়।

তিনি জানান, এরপর ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা এসে বাস স্ট্যান্ড এলাকায় কয়েকটি বাসে ভাঙচুর করে এবং বাসে থাকা শ্রমিকদের ওপর হামলা চালিয়ে মারধর করেন। এই ঘটনার প্রতিবাদ ও হামলাকারীদের বিচারের দাবিতে শুক্রবার সকাল থেকে বিক্ষোভ মিছিল করে বাস চলাচল বন্ধ রাখেন গাজীপুর বাস স্ট্যান্ডের শ্রমিকেরা।

পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘তবে অন্যান্য সকল পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে সদর থানার ওসি সৈয়দ রাফিউল করিম রাফিসহ পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে বিষয়টি সুরাহা করে বাস চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন।’
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
এখন দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকতে হবে : নাসের রহমান খাগড়াছড়িতে গাড়ি উল্টে যুবক নিহত ডিসেম্বরের পর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে : গোলাম পরওয়ার অন্তর্বর্তী সরকার সমৃদ্ধ-সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েনের প্রস্তাব : ম্যাক্রোঁ ও টাস্কের বৈঠক বেনাপোল বন্দরে এলো আমদানি করা ৪৬৮ টন আলু রাজশাহীতে পাহারাদারের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন শ্রমিকদের মাঝে বেতন বৈষম্য দূর করতে হবে : গোলাম পরওয়ার হেলাল হাফিজ : একটি কবিতা লিখে যিনি ছাত্রাবস্থায় তারকাখ্যাতি পেয়েছিলেন পার্লামেন্টে প্রথম বক্তৃতায় যা নিয়ে কথা বললেন প্রিয়াঙ্কা গান্ধী যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী রিশাদ

সকল