১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিকেএসপিতে সাকিব ঝড়, অবসান ৫ বছরের অপেক্ষা

বিকেএসপিতে সাকিব ঝড়, অবসান ৫ বছরের অপেক্ষা - সংগৃহীত

বিকেএসপিতে ঝড় তুললেন সাকিব আল হাসান। ঘটলো ১৭৮২ দিনের অপেক্ষার অবসান। প্রায় পাঁচ বছর পর স্বীকৃত ক্রিকেটে শতকের দেখা পেয়েছেন তিনি। ১৯৯ ইনিংস পর পাওয়া শতক সাকিব ছুঁয়েছেন মাত্র ৭৩ বলে।

শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। সন্ধ্যা ৬টায় চট্টগ্রামে বাংলাদেশ দল মুখোমুখি হবে জিম্বাবুয়ের। তবে এই ম্যাচে থাকছেন না সাকিব, নিজেকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত করতে ডিপিএলে খেলছেন তিনি। যেখানে তার প্রস্তুতিটা হচ্ছে বেশ ভালোভাবেই।

প্রথম ম্যাচে ৫৬ বলে ৪৯ রানের ইনিংস খেলার পর শুক্রবার দেখা দিলেন আরো বিধ্বংসী রূপে। লিস্ট এ ক্রিকেটে তুলে নিয়েছেন নিজের দশম শতক। ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টন্টনে শতকের পর এই প্রথম তিন অঙ্কের ঘরে পৌঁছালেন তিনি। যা ১৯৯ ইনিংস পর!

সাকিব শতক পূরণ করেন মাত্র ৭৩ বলে। অবশ্য এরপর আর ইনিংস বড় করতে পারেননি। প্রখর রোদে ক্লান্ত সাকিব ফেরেন ৭৯ বলে ১০৭ রানে। তিনি ৯ চারের সাথে ছক্কা হাঁকান ৭টি।

সাকিব ভালো করলেও প্রত্যাশা মতো ভালো করেনি তার দল। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে ধুঁকতে থাকে তারা। ১৮.১ ওভারে তুলে মাত্র ৬৩ রান, হারিয়ে ফেলে ৩ উইকেট। সেখান থেকে ফজলে মাহমুদের সাথে দলকে দেড় শ’ পাড় করান সাকিব। ফজলে আউট হন ৮০ বলে ৪৩ রানে।

এরপর ইয়াসির আলির সাথে মিলে যোগ করেন আরো ৭০ রান। ইয়াসিরও তুলে নেয় ফিফটি, খেলেন ৫১ বলে ৭১ রানের ইনিংস। সুবাদে শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৮০ রান জমা হয় শেখ জামালের স্কোরবোর্ডে।


আরো সংবাদ



premium cement
সিরিজ নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা, সমতা লক্ষ্য পাকিস্তানের হালাল পণ্যের বাজার প্রসারে বাংলাদেশের সাথে কাজ করবে মালয়েশিয়া শমী কায়সারের জামিন স্থগিত দেড় যুগ পর সিলেটে জামায়াতের কর্মী সম্মেলন কাল হালাল পণ্যের বাজার প্রসারে একসাথে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া ৫ বছর পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি জিতল জিম্বাবুয়ে জাহিদ-পলক-আজমসহ ৬ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলা দেশে এলো ইউক্রেন থেকে আমদানি করা গম চঞ্চলকে ‘গৃহবন্দী’ করার খবরে তোলপাড় ভারতে, অভিনেতা জানালেন ‘পুরোটাই মিথ্যা’ সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ ১ দিনের রিমান্ডে নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মুজিবর, সম্পাদক মফিজুর রহমান

সকল