০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


প্রি য় জ ন পং ক্তি মা লা

-

হাসান নাজমুল
আসন্ন শীতের রাতে

আপাদমস্তক পুড়ে গেছে;
শীতল সময় ঘুরে গিয়ে
গড়েছে মিতালি আগ্নেয়গিরির সাথে;
এবার আসন্ন শীতের রাতে-
ভেবেছি- ঘাসের ডগায় শিশির বিন্দু হবো
আবার গহীন রাতের কপোলে-
পড়ে যাবো চুপ করে;
অহরহ যারা বিপুল বিরহে-
ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে আমার আত্মা,
আসন্ন শীতের রাতে-
তাদের শেখাবো ঘাসের বিশুদ্ধ ভাষা,
মানসিক নিরাশার সমস্ত আলয় ভেঙে
একাকী তুলবো গড়ে নৈসর্গিক গৃহ।
প্রিয়জন- ১৬১৬

আল-মাসুদ হক মিঠুল
চৈতন্যের দেরাজে ঝুম বৃষ্টি

চৈতন্যের দেরাজে ঝুম বৃষ্টি
ধুয়ে মুছে যায়, পুরনো ধূলার আস্তরণ!
কালের খেয়ায় নতুন করে
ছুটে চলে মহাকাল।
শুকনো পাতার বুকে মর্মর ব্যথার ধ্বনি
জানান দিয়ে যায়,আগামীর ভবিষ্যৎ!
তবু স্বপ্ন দেখে নাবিক
নদীর পাড়ের জেলে, কামার আর তাঁতীরা।
সোঁদা মাটির গন্ধে বেঁচে থাকে
কুমোরের হাজারো স্বপ্ন।
আশার ভেলায় সওয়ার হয়
বাস্তবিক দুনিয়া।
লালমনিরহাট প্রিয়জন

আসাদুজ্জামান আসাদ
নদীর প্রতিবাদ

নদীর জন্ম মানে, পাহাড়ির ঝর্ণাধারা
সাগরের মিলন মোহনায় ছুটে চলা।
মমতার জাল, বিনি সুতার বন্ধন,
ভালোবাসার ছোঁয়া, উদারতার প্রশস্ত বাহু ,
কোনো বাধাই বাঁধ মানে না।
নদীর প্রতি, নিদারুণ নিষ্ঠুরতা
সহিংস নির্যাতন, মামলা -হামলা,
মরনফাঁদ ফারাক্কা কত শত বাধা,
তবু নদীর কোনো অভিযোগ নেই।
কোথায় নদীর স্রোত, পাল তোলা নাও,
মাঝির কণ্ঠে গান, জলহীন নদী নাই তার ঢেউ,
কোথায় গাঁয়ের বধূর কাঁধে কলসি ভরা জল,
ভেজা শরীর, আলতা মাখা নগ্ন চরন।
নদীর বুকে ধু-ধু বালুর চর,
সোনালী ধানের ঝিলিক
চলন্ত গরুর গাড়ি, গরুর পাল,
রাখালিয়ার বাঁশির সুর
পানি শূন্য মেঘনা,পদ্মা,করতোয়া,কর্ণফুলী,
বক্ষ্মপুত্রসহ প্রবাহিত হাজার নদী,
মরুভূমির হাতছানি, বৈচিত্র্যময় জনজীবন।
প্রজন্মের পর প্রজন্ম
নদীর তীরে কাশ ফুল, সাদা বকের সারি,
আদি সত্তা, দূর অতীতের বিমুগ্ধ যৌবন,
ক্ষত-বিক্ষত হৃদয়, ভাসবে না চোখে।
নদী প্রকৃতির অপরূপ সাজ, মায়াবী ছোঁয়া
আজ ভুলে গেছে তার জীবনযাত্রা।
নদী প্রতিবাদ জানে না, তবু বিপদ ক্ষণে
নিরবে প্রতিবাদের ঝড় তোলে
‘নদী বাঁচাও, দেশ বাঁচাও’ এই হোক
নদীঘেরা স্বদেশবাসির নিত্য স্লোগান।
পঞ্চগড়

হামীম রায়হান
জীবন ও প্রকৃতি

চলে যাওয়া মানে শেষ নয়,
চলে গেলেই সবকিছু শেষ হয়ে যায় না,
একটা দাঁড়ি বাক্যকে শেষ করতে পারে-
জীবনকে কখনোই নয়।
একটি বাক্যের শেষ যেখানে,
সেখান থেকেই শুরু হয় নতুন বাক্য।
শেষ এবং শুরু দুটি কাছাকাছি বিন্দু,
দুটি শব্দ মাত্র।
পাতাঝরা শীত বিরহের বার্তা দিলেও
থাকে বসন্তের আগমনী সুর।
পাতা ঝরে জন্মে নতুন পাতা;
পানি শুকিয়ে গেলেও থাকে রেখা চিহ্ন
এভাবেই চলে জীবন ও প্রকৃতি।

ইসলাম তরিক
হেমন্তের মাঝে খুঁজি

তোমার সৌন্দর্যে জৌলুস নেই
রূপ-সজ্জায় নেই প্রাচুর্য্য
নেই কোনো দেমাগ
ঠিক যেন হেমন্তের মতোই।
তবুও বিস্ময়ে বিমুগ্ধে
অজানা এক সৌন্দর্যে
কেঁপে ওঠে প্রাণ।
তোমার জৌলুসহীন রূপশ্রী
হেমন্তের শিশিরের মতোই
ভিজিয়ে দেয় আমার ব্যাকুল হৃদয়।
ভূষণহীন হেমন্তের মতোই
রাশিরাশি পাকাধানের ঐশ্বর্য্য
নিঃশব্দে নিরালায় ঢেলে দাও
আমার মনের গহিনে।
সান্তাহার, বগুড়া


আরো সংবাদ



premium cement
সিদ্ধিরগঞ্জে হেলে পড়েছে ৬ তলা ভবন, আতঙ্ক জাতিসঙ্ঘ প্রধানকে দ্বিতীয়বারের মতো গাজায় প্রবেশে বাধা দিলো ইসরাইল টানা তাপপ্রবাহের পর চুয়াডাঙ্গায় স্বস্তির বৃষ্টি নোয়াখালীতে অশ্লীল ছবি ফেসবুকে ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ যুক্তরাষ্ট্রে ইসরাইলবিরোধী সমাবেশ থেকে গ্রেফতার প্রায় ২৫০০ কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড দাগনভুঞা উপজেলা চার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহ্জাদা মিয়ার জামিন হামাসের সাথে চুক্তির ব্যাপারে মিসরীয় প্রস্তাব মেনে নিন : ইসরাইলি প্রধানমন্ত্রীকে প্রতিরক্ষামন্ত্রী টাঙ্গাইল শাড়ি নিয়ে ভারতে আইনি লড়াইয়ের ল’ফার্ম নিয়োগ নোয়াখালীতে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সকল