২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


জুমার দিন ও রাতের ফজিলত

জুমার দিন ও রাতের ফজিলত - ফাইল ছবি

আওস ইবনু আওস রা: সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন : তোমাদের দিনসমূহের মধ্যে সর্বোত্তম হলো জুমার দিন। এ দিন আদম আ:-কে সৃষ্টি করা হয়েছিল, এ দিনই তাঁর রূহ কবজ করা হয়েছিল, এ দিন শিঙ্গায় ফুৎকার দেয়া হবে এবং এ দিনই বিকট শব্দ করা হবে। কাজেই এ দিন তোমরা আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো। কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। আওস ইবনু আওস রা: বলেন, লোকজন প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল! কি করে আমাদের দরুদ আপনার নিকট পেশ করা হবে? আপনি তো নিশ্চিহ্ন হয়ে যাবেন। বর্ণনাকারী আওস ইবনু আওস রা: বলেন, লোকেরা বুঝাতে চাচ্ছিল আপনার শরীর তো জরাজীর্ণ হয়ে মিশে যাবে। রাসূলুল্লাহ সা: বললেন : মহান সর্বশক্তিমান আল্লাহ মাটির জন্য নবী-রাসূলগণের দেহকে হারাম করে দিয়েছেন।

(সুনান আবু দাউদ : ১০৪৭)


আরো সংবাদ



premium cement