৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


প্র শ্নো ত্ত র

প্র শ্নো ত্ত র - ফাইল ছবি

ওয়াসিম ইকবাল : একজন সত্যনিষ্ঠ নীতিবান ব্যক্তি যিনি ঈমান ছাড়াই মারা গেলেন কিন্তু জীবনে অনেক মানুষের কল্যাণ করেছেন। আল্লাহর কাছে তার ভালো কাজের জন্য কি কোনো পুরস্কার রয়েছে? নাকি তিনি কেবলই জাহান্নামের আগুনে জ্বলবেন?

মাওলানা লিয়াকত আলী : ভালো কাজের বিনিময়ে পরকালে আল্লাহর কাছে পুরস্কার লাভের জন্য প্রথম ও প্রধান শর্ত আল্লাহর ওপর ঈমান রাখা। যিনি আল্লাহর ওপর ঈমান রাখেন না, তিনি আল্লাহর কাছে নিজের ভালো কাজের প্রতিদান লাভের আশা করেন কিভাবে? বিশিষ্ট সাহাবি হজরত মুয়াজ রা:-কে একদিন মহানবী সা: প্রশ্ন করেন, হে মুয়াজ জান কি বান্দাদের কাছে আল্লাহর প্রাপ্য কী এবং আল্লাহর কাছে বান্দাদের প্রাপ্য কী? হজরত মুয়াজ রা: বললেন, আল্লাহ ও তাঁর রাসূল সা: ভালো জানেন। মহানবী সা: ইরশাদ করলেন, বান্দাদের কাছে আল্লাহর প্রাপ্য এই যে, তারা কেবল তাঁরই দাসত্ব স্বীকার করবে এবং তার সাথে কোনো কিছুকে শরিক করবে না। আর আল্লাহর কাছে বান্দাদের প্রাপ্য এই যে, বান্দা আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক সাব্যস্ত করবে না, তিনি তাকে শাস্তি দেবেন না। কুরআন মাজিদেরও অনেক স্থানে মানুষের নেক কাজ কবুলের জন্য ঈমানকে শর্ত করা হয়েছে। এ জন্য একজন ব্যক্তি যতই মানুষের কল্যাণ করুন না কেন, আল্লাহর ওপর ঈমান ছাড়া মারা গেলে পরকালে এসব কল্যাণমূলক কাজের প্রতিদান তিনি পাবেন না। তবে আল্লাহ তায়ালা ন্যায়বিচারক। তাই কেউ ঈমান ছাড়াই জনকল্যাণমূলক কাজ করলে দুনিয়াতেই তাকে প্রতিদান দেয়া হবে। কিংবা তার সন্তানেরা দুনিয়াতে এই প্রতিদান ভোগ করবে।


আরো সংবাদ



premium cement