২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
কেড়ে নেয়া হলো ক্যামেরা

দায়িত্ব পালনকালে পুলিশের মারধরের শিকার নয়া দিগন্তের সাংবাদিক

মিঠাপুকুরে পুলিশের মারধরের শিকার হলেন নয়া দিগন্তের সাংবাদিক - প্রতীকী ছবি

রংপুরের মিঠাপুকুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানের ছবি ক্যামেরায় ধারণ করায় সাংবাদিককে মারপিট করে ক্যামেরা কেড়ে নিয়েছে রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা।

বৃহস্পতিবার সকালে উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের বুজরুক সন্তোষপুর (মোগলকোট) গ্রামে মাদকদ্রব্য অধিদফতরের অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে।

সন্তোষপুর গ্রামের মৃত মকবুল মিয়ার ছেলে রফিকুল ইসলাম আমিনের বাড়িতে অভিযান পরিচালনা করার সময় সেখানে উপস্থিত দৈনিক নয়া দিগন্ত পত্রিকার মিঠাপুকুর সংবাদদাতা শাহীন মণ্ডল অভিযানের ছবি ক্যামেরায় ধারণ করার চেষ্টা করেন। এ সময় শাহীন মণ্ডলকে লাঞ্ছিত করে তার ক্যামেরা কেড়ে নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এসআই বাবুল মিয়া। এ ঘটনার প্রতিবাদ করলে তাকে মারধর ও মামলা-হামলার হুমকি প্রদান করেন ওই এসআই।

এদিকে অভিযানে ১০০৮ বোতল ফেন্সিডিল, ২০৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রফিকুল ইসলাম আমিনকে গ্রেফতার করে পুলিশ।

সাংবাদিকদের সাথে এ ধরনের আচরণের তীব্র নিন্দা জানিয়েছে ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছেন মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি শেখ সাদী সরকার, সাধারণ সম্পাদক সবুজ আহাম্মেদ, সহ-সভাপতি রবি খন্দকারসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রকৃত দোষীকে অবিলম্বে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি করেছেন সচেতন মহল।


আরো সংবাদ



premium cement