২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


গাইবান্ধায় ব্যালট পেপার ছিনতাই, ফাঁকা গুলি

গাইবান্ধায় ব্যালট পেপার ছিনতাই, ফাঁকা গুলি - ছবি : নয়া দিগন্ত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বুলজান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রোববার সকাল ১১টার দিকে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রান্ডট ফাঁকা গুলি ছুড়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বুলজান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। বেলা ১১টার দিকে কতিপয় দুর্বৃত্তরা কেন্দ্র ঢুকে কয়েকটি ব্যালট বই ছিনিয়ে নিয়ে যায়। সেগুলোতে বাইরে থেকে সিল মেরে নিয়ে এসে বাক্সে ঢুকেই। পরে সেই বাক্স ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ নিয়ন্ত্রণ আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ ঘটনায় ছোটাছুটি করতে গিয়ে তিন জন আহত হয়।

বিষয়টি নিশ্চিত করছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বনিজ মিয়া বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছিল। এ সময় আকস্মিক দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। এরপর সকাল ১১টা থেকে ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রয়েছে।

তবে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহিল জামান বলেন, ওই কেন্দ্র প্রিজাইডিং অফিসার বিষয়টি এখনো তাকে অবগত করেননি।

পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম নয়া দিগন্তকে জানান, ওই কেন্দ্র সমস্যা হয়েছে। সেখানে খোঁজ নিচ্ছি আমাদের টিম আছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাটি আমরা যাচাই-বাচাই করে দেখছি।


আরো সংবাদ



premium cement