০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


ভূরুঙ্গামারীতে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ভূরুঙ্গামারীতে ইউপি চেয়ারম্যান বরখাস্ত - সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের চেয়ারম্যান একেএম মাহমুদুর রহমান রোজেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে তাকে বরখাস্ত করে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত চিঠিতে জানা গেছে ইউপি চেয়ারম্যান একেএম মাহমুদুর রহমান রোজেনের বিরুদ্ধে সাধারণ জনগণকে লাঞ্ছিত করা, দূর্গা মন্দিরে গিয়ে মন্দিরের ভিতরের দোকান পাট তুলে দেওয়া, পল্লী বিদ্যুতের কর্মচারী, মসজিদের ইমাম ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ ইন্সপেক্টরকে মারধর করে সরকারি কাজে বাধা প্রদান করাসহ চিকিৎসকদের হুমকি প্রদান এবং প্রেসকাব সম্পাদককে গুরুতর জখম করার অভিযোগ রয়েছে। এমতাবস্থায় প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে দায়িত্ব পালন সমীচীন নয় মনে করে জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা জানান, দাপ্তরিকভাবে কোন চিঠি পাওয়া যায়নি, তবে সাময়িক বরখাস্তের কথা শুনেছি।


আরো সংবাদ



premium cement

সকল