২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

দিনাজপুরে জামায়াতের বিক্ষোভমিছিল ও প্রতিবাদ সমাবেশ

করোনা ভ্যাকসিন সরবরাহে সরকারের বিলম্ব ও অধিক মূল্য নির্ধারণের প্রতিবাদে দিনাজপুর শহর জামায়াতের বিক্ষোভ মিছিল - ছবি : নয়া দিগন্ত

করোনা ভ্যাকসিন সরবরাহে সরকারের বিলম্ব ও অধিক মূল্য নির্ধারণের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দিনাজপুর শহর জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার দুপুরে শহরের মডার্ন মোড় থেকে শুরু হয়ে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাহাদুর বাজার চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন, দিনাজপুর শহর জামায়াতে ইসলামীর আমীর মো: সিরাজুস সালেহীন। শহর সেক্রেটারি কামরুল হাসানের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন শহর নায়েবে আমীর মোল্লা মো: তোয়াব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মিছিলে করোনা ভ্যাকসিন অবিলম্বে বিনামূল্যে সরবরাহের দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, সরকার অন্যায়ভাবে ভারতকে খুশী করতে তাদের কাছ থেকে বেশি দামে করোনা ভ্যাকসিন কিনছে। এটি সরকারের নতজানু পররাষ্ট্রনীতির অংশ।

দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এমন দেশবিরোধী কাজ থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত নেতৃবৃন্দ।


আরো সংবাদ



premium cement