০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


লাশ নিয়ে নাটকীয়তা : মৃত রানি করোনায় আক্রান্ত ছিলেন না

লাশ নিয়ে নাটকীয়তা : মৃত রানি করোনায় আক্রান্ত ছিলেন না - ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া গৃহবধূ রানি করোনায় আক্রান্ত ছিলেন না। তিনি গত ২৯ মে রাতে সদর হাসপাতালে মারা যান। এরপর তার দাফন নিয়ে চলে নানা নাটকীয়তা। মৃত রানি (২৩) সদর উপজেলার সহিদুর রহমানের মেয়ে ও আউলিয়াপুরের মো. আকবরের স্ত্রী।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন জানান, রানি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মনে করে তার স্বামী গা ঢাকা দেন। এমনকি বাবা-মাও খোঁজ নেননি। শ্বশুরবাড়ির লোকজনও লাশ নিতে রাজি হয়নি। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান দক্ষিণ বটিনার গোরস্থানে লাশ দাফনের চেষ্টা করেন। কিন্তু স্থানীয় লোকজনের বাধার কারণে তা সম্ভব হয়নি। পরে ইউএনও একজন ইউপি সদস্যের জমিতে লাশ দাফনের নির্দেশ দিলে এখানেও এলাকাবাসী বাধা দেয়। শেষে বাধ্য হয়ে ওই জমিতে পুলিশ পাহারায় দাফন কাজ সম্পন্ন করা হয়।

কিন্তু বৃহস্পতিবার দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ থেকে রিপোর্ট পাওয়া যায় যে রানি করোনায় আক্রান্ত ছিলেন না।

ইউএনও আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘করোনায় আক্রান্ত হোক বা না হোক, মৃত ব্যক্তির প্রতি এ অমানবিকতা মেনে নেয়া যায় না। মৃত ব্যক্তির প্রতি মানবিক হওয়া ও লাশ দাফনে সবার সহযোগিতা করা প্রয়োজন।’

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
পিরোজপুরের ৩ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন যারা গাজীপুরে কলেজছাত্র খুনের ঘটনায় মূল হোতাসহ গ্রেফতার ২ এভারকেয়ার হসপিটাল ঢাকায় ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে পালিত সম্ভাব্য নিষেধাজ্ঞা ঠেকাতে মার্কিন সরকারের বিরুদ্ধে টিকটকের মামলা ফোনে লাদেনের ছবি, আইএসআইএসের পতাকা থাকা মানেই উগ্রবাদী নয় : দিল্লির হাইকোর্ট কুমিল্লার ৩ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিক সোহেল গ্রেফতার কাউখালীতে চেয়ারম্যান সামশু, ভাইস চেয়ারম্যান নিংবাইউ বান্দরবান সদরে বিএনপি ঘরানার আব্দুল কুদ্দুস চেয়ারম্যান নির্বাচিত বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে চায় তুরস্ক কুষ্টিয়ায় আতাউর ও খোকসায় মাসুম নির্বাচিত

সকল