২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

সেতু নির্মাণে প্রধানমন্ত্রীকে অভিনন্দন নবাবগঞ্জবাসীর

সেতু নির্মাণে প্রধানমন্ত্রীকে অভিনন্দন নবাবগঞ্জবাসীর -

দেশ স্বাধীনের পর থেকে নবাবগঞ্জ উপজেলা সদরের প্রাণকেন্দ্রের করতোয়া নদীর উপর নির্মিত সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে ছিল। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হতো সাধারণ মানুষের।

এ অবস্থায় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ঘটা করে সংবাদ প্রকাশ হয় এবং দিনাজপুর ৬ আসনের এমপি মো: শিবলী সাদিক কয়েকবার তদন্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি জানায়। প্রধানমন্ত্রী সেতুটি পুনর্ণিমানের জন্য সড়ক ও সেতুমন্ত্রীকে আর্থিক বরাদ্দের নির্দেশ দেন। এরপর দ্রুত গতিতে সেতু নির্মাণের কাজ চলতে থাকে। নির্মাণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সেতুটি উদ্বোধন করেন এমপি মো: শিবলী সাদিক।

এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আতাউর রহমান জানান, আওয়ামী লীগ সরকারের আমলে নবাবগঞ্জে উন্নয়ন হচ্ছে। এলাকাবাসী প্রধানমন্ত্রীকে নবাবগঞ্জ উপজেলার পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement