রাজশাহীতে কলেজছাত্রের আত্মহত্যা
- পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
- ৩১ মে ২০২৩, ২১:৩৩
রাজশাহীর পুঠিয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কলেজছাত্র বিজয় সাহা (১৮)।
বুধবার (৩১ মে) সকালে উপজেলার বানেশ্বর এলাকার দিঘলকান্দি গ্রামের শাহাপাড়ায় এ ঘটনা ঘটে।
বিজয় শাহাপাড়ার মন্টু সাহার ছেলে এবং বানেশ্বর সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টার দিকে তিনি ঘরের মন্দিরে পূজা করতে গেলে বিজয়কে মন্দিরের ফ্যানের সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলতে দেখেন। তার চিৎকার শুনে পরিবারের অন্য সদস্যরা আসে এবং খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানিয়েছে, বিজয় কথা কম বলতেন এবং প্রতিবেশীদের সাথে মিশতেন না।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, তার আত্মহত্যা করার কারণ কেউ বলতে পারছে না। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা