২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পাবনা-৪ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থীর ইশতেহার ঘোষণা

পাবনা-৪ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থীর ইশতেহার ঘোষণা - ছবি : নয়া দিগন্ত

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছেন। 

বুধবার দুপুর ১২টায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে হাবিুবর রহমান হাবিব লিখিত ইশতেহার ঘোষণা করেন। লিখিত ইসতেহারের ধারাগুলো হলো:

১। ঈশ্বরদী উপজেলা মাদকের ট্রানজিট হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমি ঈশ্বরদী-আটঘরিয়া হতে মাদক নিয়ন্ত্রণপূর্বক মাদকমুক্ত সমাজ গঠনে অঙ্গিকারাবদ্ধ। 

২। শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কার্যক্রম বন্ধপূর্বক মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা। 

৩। ঈশ্বরদী একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন।

৪। ঈশ্বরদীতে উন্নতমানের হাসপাতাল স্থাপন ও আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করণ।

৫। মা ও শিশুর স্বাস্থ্য সেবাসহ মা ও শিশুর সুরক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

৬। দুই উপজেলায় অবস্থিত সকল সেবামূলক প্রতিষ্ঠানে জনসাধারণের সেবা গ্রহণ নিশ্চিত করা।

৭। ঈশ্বরদী রেলগেটে ত্রি-মুখী ফ্লাইওভার নির্মাণ।

৮। ঈশ্বরদী-আটঘরিয়াতে উৎপাদনমুখী শিল্প-কারখানা স্থাপন পূর্বক শিক্ষিত যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

৯। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত কর্মকর্তা-কর্মচারী তথা গ্রামবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং পাকশীবাসীর চলমান উচ্ছেদ সমস্যার সমাধান করা।

নির্বাচনী ইশেহার ঘোষণার আগে হাবিবুর রহমান হাবিব তার বক্তব্যে বলেন, নির্বাচনে প্রচার-প্রচারণা চালানোর সময় দলীয় নেতা-কর্মীদের বাঁধা দেয়া হচ্ছে। নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেয়া এবং পোষ্টার ছিড়ে ফেলা হচ্ছে। দুইটি স্থানে নির্বাচনী মাইক ভাংচুর করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম সরদার, সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, সাবেক সংসদ সদস্য কেএম আনেয়ারুল ইসলাম, সাবেক সংসদ সদস্য বারী সরদার, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জহুরুল ইসলাম বাবু, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফর তুহিন, বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের দপ্তর সম্পাদক ললিতা গুলশান মিতা, নারী নেত্রী ডলি খান, পাবনা জেলা বিএনপি নেতা মান্নান মাষ্টার, আব্দুস সামাদ মন্টু খান, নূর মোহাম্মদ বগা, পাবনা জেলা মহিলা দল নেত্রী মুন্নি খাতুন, সাবেক ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান, ঈশ্বরদী পৌর বিএনপি নেতা এস এম ফজলুর রহমান, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রকি, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান আলী বিশ্বাস টনি, পৌর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন নিফা, সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আওয়াল কবির প্রমূখ।


আরো সংবাদ



premium cement
যুক্তরাজ্যে বাংলাদেশী শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা কারাগারে চুয়েট ১১ মে পর্যন্ত বন্ধ, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত নরসিংদীতে হিট স্ট্রোকে শিশুর মৃত্যু হিলিতে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ ‘গাজার ধ্বংসাবশেষ পরিষ্কার করতে ১৪ বছর লাগতে পারে’ সখীপুরে ছাগল চুরির মামলায় মা-ছেলে কারাগারে ‘অন্যায়ের সাথে নয়া দিগন্তের সাংবাদিকরা কখনোই আপোষ করেন না’ রাজশাহীতে হলে ঢুকতে না দেয়ায় রাস্তায় বিসিএস পরীক্ষার্থীর কান্না

সকল