২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


শেরপুরে শিশুর গলায় ছুরি ধরে মেয়ের বিয়ের গহনা লুট, বাড়ি ঘর ভাঙচুর

শেরপুরে শিশুর গলায় ছুরি ধরে মেয়ের বিয়ের গহনা লুট, বাড়ি ঘর ভাঙচুর - ছবি : নয়া দিগন্ত

বগুড়ার শেরপুরের নিশিন্দারা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা সন্ত্রাসী বাহিনী নিয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে মেরাজুল ইসলামের মেয়ের বিয়ের গহনা, টাকা স্বর্ণালংকার লুটপাট ও বাড়ি ঘর ভাংচুর করেছে।

জানা যায়, উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের নিশিন্দারা গ্রামের মরহুম জালাল উদ্দিনের ছেলে মেরাজুল ইসলামের সাথে বাড়ির ৩৭ শতক জমি নিয়ে একই গ্রামের মরহুম কলিম উদ্দিনের ছেলে জয়নাল আবেদীনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। একপর্যায় মেরাজুলের অভিযোগের প্রেক্ষিতে শেরপুর থানা পুলিশ ও স্থানীয় মুরুব্বিরা গত সোমবার ওই জমির সীমানা নির্ধারণ করে দেন। সে অনুযায়ী মেরাজুল ঘর তোলেন। এদিকে তার মেয়ের শুক্রবার বিয়ের জন্য পূর্ব প্রস্তুতি হিসাবে জমি বিক্রি করে ২ লক্ষ টাকা ও ১ ভরি স্বর্ণালংকার তৈরি করে ঘরে রেখে দেন।

বিয়ে ভাঙার জন্য জয়নাল আবেদীন ও তার ৪ ছেলে রোকন উদ্দিন, সেলিম, শামীম রেজা, মোখলেছের নেতৃত্বে আমিনুর, হযরত, কামাল, বিপ্লব, মজনু, বাবলু, সোহেলসহ প্রায় দেড় শতাধিক সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা করে বাড়ি ঘর ভাঙচুর করে। মেরাজুলের ৯ বছরের শিশু সন্তান মাজেদুলের গলায় ছুরি ধরে জিম্মি করে বিয়ের জন্য রক্ষিত জমি বিক্রির এক লক্ষ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যায়। এ ব্যাপারে জয়নাল আবেদিন ও তার ছেলে সেলিম রেজা ঘটনা অস্বীকার করে বলেন, আমরা করিনি। কে এই লুটপাট তা আমরা জানি না। তবে  ২০১১ সালে কোট থেকে আমরা রায় নিয়ে দখল অবমুক্ত করি। ৩ বছর ধরে আবার তারা জায়গা বেদখল করে ঘরবাড়ি করে আছে।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্তা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
বরিশালে ২ শিক্ষার্থীকে তুলে নিয়ে ছাত্রলীগের মারধর পাংশায় সজনে পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু কক্সবাজারে পুলিশের অভিযানে সাড়ে ১২ লাখ ইয়াবা জব্দ প্রবীণ সাংবাদিক জিয়াউল হক আর নেই নোয়াখালীতে ফের নতুন গ্যাস কূপের সন্ধান, খনন উদ্বোধন বরিশালে তীব্র তাপদাহে ৩ স্কুলছাত্রী অসুস্থ বগুড়ায় জব মেলায় চাকরি পেলেন বেকার প্রকৌশলীরা গণতন্ত্রকে ধ্বংস করার নীলনকশা থামছে না : রিজভী তাজউদ্দীন মেডিক্যাল দুদকের অভিযান : নানা অনিয়ম-দুর্নীতির তথ্য মিলেছে পূর্ব কালুরঘাটে বেইলিব্রিজে টেম্পু চাপায় কলেজশিক্ষার্থী নিহত কুবি শিক্ষকদের ওপর হামলায় নেতৃত্ব দেয়া ছাত্রলীগের ৮ নেতাকর্মী শনাক্ত

সকল