০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


সৈয়দপুর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে সহায়তা চেক প্রদান

সৈয়দপুর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে সহায়তা চেক প্রদান - নয়া দিগন্ত

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মিস্ত্রিপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌর সভাকক্ষে ক্ষতিগ্রস্থদের হাতে চেক তুলে দেন পৌর মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর তারিক আজিজ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব আইয়ুব আলী, হিসাব রক্ষক আবু তাহের প্রমুখ।

আর্থিক সহায়তার চেক প্রাপ্তরা হলো কমলা দেবী, সাবানা, মজিবর রহমান, কামাল, সুফিয়া বেগম,, রহমত সুফিয়া খাতুন, আতাউল কিবরিয়া, দিলরুবা আক্তার ও আব্দুর রশিদ।

উল্লেখ্য, গত ২৫ মে ঈদুল ফিতরের দিন বিকাল ৪টয় মিস্ত্রিপাড়া বটগাছ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে উপরোক্ত ৯ টি পরিবারের রেলওয়ে সিঙ্গেল কোয়াটার সকল মালামালসহ সর্বস্ব পুড়ে যায়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।


আরো সংবাদ



premium cement