২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বগুড়ায় করোনা প্রতিরোধে কঠোর অবস্থানে প্রশাসন

-

করোনাভাইরাস মোকাবেলায় সামাজিক দুরত্ব নিশ্চিত করতে কঠোর অবস্থানে বগুড়া জেলা প্রশাসন। প্রয়োজনে আরো কঠোর পদক্ষেপ নেয়া হবে। মানুষদের ঘরে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসন ইতোমধ্যেই সেনা, পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দিয়েছেন।

বৃহস্পতিবার সকাল থেকেই শহরের ভিতরে ও বাইরে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি সেনা সদস্যরা দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন।

বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ তার কার্যালয়ে এক প্রেস কনফারেন্সে জানান, ২ এপ্রিল পর্যন্ত বগুড়ায় কোভিড-১৯ রোগে আক্রান্ত কোনো রোগী নেই। এ পর্যন্ত ৯৭৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে ৩১৩ জন ১৪ দিন অতিবাহিত করেছেন। বর্তমানে ৬৬৩ জন কোয়ারেন্টাইনে রয়েছেন। বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিটে এখন পর্যন্ত ৪ জন ভর্তি রয়েছেন। পহেলা মার্চ থেকে বিদেশফেরত রয়েছেন ২,২২৬ জন।

তিনি আরো বলেন, করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব নিশ্চিতসহ ঘরে থাকতে হবে। জেলায় দরিদ্রদের জন্য ২৮১ মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে। পিপিই, গ্লোভস, মাস্ক, স্যানিটাইজার পর্যাপ্ত পরিমাণ রয়েছে। এছাড়া ১১০টি মোবাইল কোর্টের মাধ্যমে ৪৪০টি মামলায় ৯ লাখ ৮৮ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহ্উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে ভূমিদস্যুর বিরুদ্ধে ঝাড়-মিছিল ব্রিটিশ তেলবাহী ট্যাংকারে হাউছিদের সরাসরি হামলা গাজা নিয়ে আলোচনার জন্য সৌদি আরব যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মিরসরাই প্রেস ক্লাবের নতুন সভাপতি মিঠু, সম্পাদক মাঈন আইসিসির সিদ্ধান্ত ইসরাইলকে প্রভাবিত করবে না : নেতানিয়াহু শনিবার বন্ধই থাকছে প্রাথমিক বিদ্যালয় মে মাসে দেশে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে ডাসারে শিশু খেলতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের শরবত বিতরণ কর্মসূচি ঢাকা মহানগরী দক্ষিণের শতাধিক স্পটে জামায়াতের খাবার পানি ও স্যালাইন বিতরণ দ্বিপক্ষীয় বাণিজ্যিক বাধা দূর করতে সম্মত ভুটান ও বাংলাদেশ

সকল