২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

স্ত্রীর চুল কেটে ঘরে আগুন দিলেন স্বামী

-

বগুড়া শহরের কলোনী চকফরিদ এলাকায় নারী নির্যাতন মামলা তুলে না নেয়ায় স্ত্রীর চুল কেটে ঘরে আগুন লাগিয়ে দিয়েছেন এক স্বামী। 

শনিবার খন্দকারপাড়ার ডেকোরেটর শ্রমিক মো: আলম হোসেনের মেয়ে সানিয়া আক্তার আইভির (২০) সাথে এ ঘটনা ঘটে।

গৃহবধূকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সানিয়ার বিয়ে হয় গাবতলী উপজেলার মালিয়ানডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের সাথে। বিয়ের পর থেকে তারা ভাড়া থাকতেন। তাদের মধ্যে সাংসারিক নানা সমস্যার জের ধরে মাঝে মধ্যেই সানিয়াকে নির্যাতন করতেন স্বামী রফিকুল। যৌতুকের টাকা চেয়ে মারপিটও করতেন।

সানিয়া তার স্বামীর বিরুদ্ধে ২০১৬ সালে নারী নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

রফিকুল দীর্ঘদিন ধরে ওই মামলা তুলে নেয়ার জন্য স্ত্রীকে নির্যাতন করে আসছেন।

মামলা তুলে না নেয়ায় শনিবার রফিকুল স্ত্রীকে হাত-পা বেঁধে নির্যাতন করেন। এক পর্যায়ে ব্লেড দিয়ে তার শরীরের কয়েকটি স্থানে কেটে দেন এবং ওই ব্লেড দিয়েই চুল কেটে দিয়ে মারপিট করতে থাকেন। শেষে ঘরে আগুন লাগিয়ে দিয়ে তিনি পালিয়ে যান। পরে সানিয়ার কান্নাকাটি শুনে প্রতিবেশিরা এসে আগুন নিভিয়ে ফেলে ও তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তি জানান, পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত হিসেবে কাটা চুল পাওয়া গেছে। ঘটনার পর থেকে রফিকুল পলাতক আছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। তবে এখনো কোনো মামলা দায়ের হয়নি।


আরো সংবাদ



premium cement
চেয়ারম্যান তপন ও অজিত মেম্বারকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার ঘোষণা নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ১৪ ডাকাত সদস্য গ্রেফতার রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়াল যুক্তরাজ্যে বাংলাদেশী শ্রমিকদের ভিসা সহজ করার আহ্বান প্রবাসী প্রতিমন্ত্রীর চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত : শি জিনপিং ওকাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক জুলহাস আলম পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা কারাগারে চুয়েট ১১ মে পর্যন্ত বন্ধ, শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত নরসিংদীতে হিট স্ট্রোকে শিশুর মৃত্যু হিলিতে ভটভটি-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ ‘গাজার ধ্বংসাবশেষ পরিষ্কার করতে ১৪ বছর লাগতে পারে’

সকল