৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


দৃষ্টিপাত : বয়োবৃদ্ধ পেনশনারদের নীরব কান্না

-

আমরা এ দেশেরই আধুনিক ডিজিটাল যুগের মানবসমাজের অবহেলিত একটি অতিরিক্ত বোঝাস্বরূপ প্রবীণ পেনশনভোগী প্রাণী, বেঁচে আছে বটে, তবে অনেকেই কাতরাচ্ছেন কঠিন ও জটিল দুরারোগ্য রোগে। এই বৃদ্ধদের সেবায় সর্বক্ষণ একজন থাকতে হয়। এতে অতি আপনজনসহ সবাই খুব-ই বিরক্ত। পেনশনের নগণ্য কয়টা টাকা আছে বলে কিছুটা রক্ষা। এই বৃদ্ধের জন্য আলাদা খাবার, পথ্য, ফলমূল কপালে জোটে না। সময়মতো ডাক্তার দেখানো-আবার বিভিন্ন প্রকারের জীবনরক্ষাকারী জরুরি ওষুধগুলো পর্যন্ত প্রস্তুত রাখা প্রায়ই সম্ভব হয়ে ওঠে না অভাবের কারণে। কাজেই এই বয়োবৃদ্ধ পেনশনারদের প্রতি শ্রদ্ধা, মানবতা, কৃপা ও দয়া প্রদর্শনপূর্বক ‘দৈনিক নয়া দিগন্ত’ পত্রিকায় ‘দৃষ্টিপাত’-এ প্রকাশিত ‘পুরনো অবসরভোগীদের করুণ করচা’ নামক হেডিংয়ে বর্ণিত বিষয়ের সাথে এই আবেদনের বিষয়াবলি বিবেচনা করলে বিশেষ উপকৃত হবো।
পেনশনারদের মূল বেতনের ওপর বৎসরে মাত্র যে ৫% আর্থিক সুবিধা দেয়া হয়, এখন তা বর্তমান অগ্নিমূল্যের বাজারের কারণে ১০% থেকে ১৫% বিবেচনা করলে কিছুটা উপকৃত হবো। পেনশনের টাকা প্রেরণের যে মেসেজটি দেয়া হয়, এটা কোন মাসের পেনশন কোথাও কোনো উল্লেখ থাকে না। কাজেই কোন মাসের পেনশন এটা উল্লেখ থাকা একান্ত প্রয়োজন সম্ভাব্য জটিলতা রোধকল্পে। পেনশনের টাকা প্রেরণের যে মেসেজটি মোবাইলে দেয়া হয়, শুধু পেনশনারদের নিজ ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমার মেসেজটি প্রদান করলেই যথেষ্ট হবে বলে মনে হয়। বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো বিশেষ করে জীবনরক্ষাকারী নিত্যপ্রয়োজনীয় অতি জরুরি ওষুধগুলো অত্যাধিক মূল্যে বাজারজাত করে আসছে। এটা যদি সরকার নিয়ন্ত্রণ করত তবে বয়োবৃদ্ধ গরিব মানুষগুলো উপকৃত হবে। লঞ্চ, বাস, ট্রেন যাতায়াতে পেনশনারদের অর্ধেক ভাড়ার আইন চালু করা হলে তারা বিশেষ উপকৃত হবেন। ডাক্তার সাহেবগণকেও বিশেষ অনুরাধ, পেনশনারদের কাছ থেকে দয়াপূর্বক অর্ধেক ফিস গ্রহণ করলে মানবিক বিবেচনায় একটি কল্যাণমূলক সেবা বলে গণ্য হবে। যেভাবে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে অনলাইনে ভূমি কর আদায়ের পদ্ধতি সরকার চালু করেছে, তদ্রƒপ বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে পেনশনারগণ তাহাদের মাসিক পাওনা উত্তোলনের পদ্ধতিও চালু করা যেতে পারে। এই আধুনিক ডিজিটাল যুগে পেনশনারগণের জন্য বাংলাদেশের যেকোনো স্থান থেকে এটিএম বুথ থেকে পেনশনের টাকা উত্তোলনের পদ্ধতিও চালু করা যায় কি না, দেখা যেতে পারে। এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থ সচিবের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। হ
শাহ তোফায়েল আহমেদ
পেনশনার, পশ্চিমপাড়া খন্দকার বাড়ি
আলেখারচর, আদর্শ সদর, কুমিল্লা


আরো সংবাদ



premium cement