২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


বিএনপি নয়, আওয়ামী লীগই পরাজিত হয়েছে : মজনু

বক্তব্য রাখছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু - ছবি : নয়া দিগন্ত

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেছেন, আন্দোলনে বিএনপি ব্যর্থ হয়নি। এ সংগ্রামে দেশের ১৮ কোটি মানুষের সমর্থন ছিল। জনগণ ৭ জানুয়ারীর প্রহসনের ভোট বর্জন করেছে। এ আন্দোলনে বিএনপি নৈতিক বিজয় হয়েছে। পরাজিত হয়েছে আওয়ামী লীগ।

তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ গণ ধিকৃত রাজনৈতিক দল হিসেবে দেশ-বিদেশে চিহ্নিত হয়েছে। বিশ্বের দরবারেও স্বৈরশাসক হিসেবে আখ্যায়িত হয়েছে। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে এরা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দেশকে কুক্ষিগত করে রেখেছে।

সোমবার খিলগাঁও জোড়া পুকুর এলাকায় ঢাকা মহানগর দক্ষিণের খিলগাঁও থানাধীন ১ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় এক দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

মজনু বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশে অভাব দেখা দেয়। দ্রব্যমূল্য বিদুৎগতিতে বেড়ে যায়। কারণ, এরা ক্ষমতায় এসেই শুরু করে অবাধ লুটপাট। ব্যবসায়িক সিন্ডিকেট তৈরি করে বাজারকে অস্থির করে তুলে। এদের লুটপাটের কারণে দেশ আজ মারাত্মক অর্থনৈতিক সঙ্কটে পড়েছে। ডলারের অভাবে ব্যবসায়ীরা এলসি খুলতে পারছে। ব্যাংকগুলো আজ শূন্য প্রায়। তাই আজ দেশ বাঁচাতে, ভবিষ্যতে সুন্দর রাষ্ট্র গড়ে তুলতে হলে প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন।

ওয়ার্ড সভাপতি এম জামানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় আরো বক্তব্য রাখেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশীদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, মহানগর সদস্য অ্যাডভোকেট ফারুক উল ইসলাম, মামুনুর রশিদ আকন্দ প্রমুখ।


আরো সংবাদ



premium cement
আইসিসির সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা নিয়ে উদ্বিগ্ন ইসরাইলি কর্মকর্তারা নোয়াখালীতে হিট স্ট্রোকে দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু ভূমি সেক্টরে রাজস্ব আদায় বাড়ানোর ক্ষেত্র চিহ্নিত করতে ভূমিমন্ত্রীর নির্দেশ বাইপাস সার্জারির জন্য কৃত্রিম রক্তনালী তৈরির চেষ্টা হামাসকে যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলি প্রস্তাব বিবেচনার আহ্বান যুক্তরাজ্যের প্রথমবারের মতো সিরি-এ ম্যাচে ছিলেন সব নারী রেফারি ফেনীতে তাপদাহে তৃষ্ণা মেটাতে শিবিরের পানি-স্যালাইন বিতরণ ২৯ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে যাদের ইলমে দীন অর্জনের সৌভাগ্য হয়েছে, তারাই প্রকৃত ধনী ৩৩ ইসরাইলির মুক্তির বিনিময়ে গাজায় ৪০ দিনের অস্ত্রবিরতির প্রস্তাব ইসরাইলের ‘টেকসই প্রস্তাব’ কী হবে হামাসের প্রতিক্রিয়া

সকল