০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


কুমিল্লায় জামায়াত নেতা-কর্মীদের আটকের তীব্র নিন্দা

- ছবি : নয়া দিগন্ত

কুমিল্লা জেলার লাকসামে আওয়ামী লীগের ভয়াবহ হামলা এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের এবং গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘গত ৮ সেপ্টেম্বর কুমিল্লা জেলার লাকসামে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় নেতা ও কর্মীরা ব্যাপক সন্ত্রাসী তান্ডব চালায়। তারা জামায়াত সমর্থিত লোকজনের ব্যবসায় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং বাড়িতে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। তারা লাকসাম উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা ডাঃ সরোয়ার উদ্দিন সিদ্দিকীর একটি হাসপাতাল, একটি স্কুল ভাংচুর করে এবং একটি মাইক্রোবাস জ্বালিয়ে দেয়। ডাঃ মবিনের হাসপাতাল ভাংচুর করে। পৌরসভা আমির জয়নাল আবেদীনের ব্যবসাপ্রতিষ্ঠান ভাংচুর করে। সন্ত্রাসীরা প্রায় ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান, ছয়টি বাড়ি, দুটি গাড়িসহ চার থেকে পাঁচ কোটি টাকার ক্ষতি করে। এ সময় তারা আট নেতা-কর্মীকে আহত করে।

এসব কাজের সাথে সম্পৃক্তদের গ্রেফতারের পরিবর্তে পুলিশ ১৫ সেপ্টেম্বর বুধবার রাতে জামায়াতের তিনজন কর্মীকে এবং সকালে তিনজন শিবির কর্মীকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মিথ্যা মামলা দায়ের করে। একদিকে পুলিশ জামায়াতের লোকজনকে হয়রানি করছে, অপরদিকে সন্ত্রাসীরা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। ফলে লাকসাম এলাকায় এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি পুলিশের এই অন্যায় গ্রেফতার, মিথ্যা মামলা দায়ের ও তাণ্ডবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি অবিলম্বে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ, ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান, গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

প্রেস বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
স্বাভাবিক পরিবেশে বাঁচাতে হলে গাছ রোপণ করতে হবে : প্রফেসর ড. আব্দুর রব দিনাজপুরে দিনে টার্গেট করে রাতে ট্রান্সফরমার চুরি, গ্রেফতার ৫ ম্যানচেস্টার ইউনাইটেডের বাছাইয়ে দেশসেরা সিরাজগঞ্জের অয়ন যারা দলের শৃঙ্খলা ভাঙবে তাদের শাস্তি পেতেই হবে : ওবায়দুল কাদের রাজশাহীতে তরুণকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগে ৪ পুলিশ প্রত্যাহার চাঁদপুরে পিকআপের সাথে অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলে নিহত সুন্দরবনে আগুনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ ৪ ঘণ্টা বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা মধুখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু ইসরাইলের রাফাহ অভিযান মোকাবেলায় প্রস্তুতি সম্পর্কে যা জানালো হামাস নিজ্জর হত্যার কানাডায় গ্রেফতার ৩ ভারতীয় যুবকের পরিবার কী বলছে?

সকল