০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি ছাত্র-যুব অধিকার পরিষদের

গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি ছাত্র-যুব অধিকার পরিষদের - ছবি- সংগৃহীত

মোদিবিরোধী বিক্ষোভ থেকে বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে শুক্রবার ঈদের নামাজের পর কেন্দ্রীয় শহীদ মিনারে ভিপি নুরের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের দু’শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শনিবার সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে ডাকসুর সাবেক ভিপি ও ছাত্র, যুব শ্রমিক পরিষদের সমন্বয়ক নুরুলহক নুর বলেন, ‘ভারতের সাম্প্রদায়িক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদের কারণে আমাদের ৫১ জন সহযোদ্ধা এখনো কারাগারে। তারা কেউ ব্যাংক ডাকাত, লুটেরা বা ধর্ষক নয়। তারা দেশের জন্য, গণতন্ত্রের জন্য, মুক্তিযুদ্ধের চেতনার অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের কথা বলতে গিয়ে আজ জেলে।’

তিনি বলেন, সভা-সমাবেশ, মিছিল-মিটিং গণতান্ত্রিক দেশে নাগরিক অধিকার। কিন্তু বর্তমান সরকার ভিন্ন মত ও বিরোধীদের থামিয়ে দিতে দমন-পীড়ন করছে। দেশের রাজনৈতিক দলগুলো সরকারের দমন-পীড়নে কোণঠাসা হলেও তরুণদের সংগঠন ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদ মানুষের অধিকারের কথা বলছে।

সরকারের উদ্দেশ্যে ভিপি নুর বলেন, ‘আমরা স্পষ্ট কথা বলতে চাই, আপনারা যতই মানুষের ওপর দমন-পীড়ন চালাবেন, মানুষ ততই প্রতিবাদী হয়ে উঠবে।’

এ সময় মোদিবিরোধী আন্দোলনে গ্রেফতার নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার দাবিও জানান ভিপি নুর। অন্যথায় লকাডাউন উপেক্ষা করে রাজপথে নামার হুমকি দেন ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক নুর।

এ সময় আরো বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, যুব অধিকার পরিষদের সদস্য সচিব মনজুর মোর্শেদ মামুন, ছাত্র অধিকার পরিষদের আরিফুল ইসলাম আদিব, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মোল্লা রহমতুল্লাহ, যুব পরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক রহমান ও শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক আব্দুর রহমান প্রমুখ।
বিজ্ঞপ্তি


আরো সংবাদ



premium cement
প্রতিবেশী রাষ্ট্রকে খুশি রাখাই এ সরকারের পররাষ্ট্রনীতি : মির্জা ফখরুল ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রসচিব ফিলিস্তিনপন্থী পোস্টে ‘লাইক’ দেয়ায় চাকরিচ্যুত ভারতীয় শিক্ষিকা গাজার আল-শিফা হাসপাতালে তৃতীয় গণকবর : ৪৯ লাশ উদ্ধার র‌্যাঙ্কিংয়ে উন্নতি হৃদয়-তাসকিন-মাহেদির ঠাকুরগাঁওয়ে জাল ভোট দেয়ার সময় যুবক আটক রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মানবিক আবেদন কুবিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে তদন্ত কমিটি গঠন ডলারের দাম একদিনেই কেন ৭ টাকা বাড়ানো হলো? হাইকোর্ট বিভাগের আইনজীবীদের ১৫তম ব্যাচের নতুন কমিটি বন্দরে ২ পোলিং এজেন্ট আটক, যুবকের কারাদণ্ড

সকল