০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


সাধারণ মানুষ এ সরকারের বিবেচনায় নেই : নজরুল ইসলাম খান

-

বাজেটে সাধারণ জনগণের জন্য কোনো বরাদ্দ নেই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মন্তব্য করেছেন, আগের রাতেই ভোট হয়ে যাওয়ায় দেশের সাধারণ মানুষ এ সরকারের বিবেচনায় নেই।

আজ শুক্রবার সকালে খালেদা জিয়ার নিঃর্শত মুক্তি, গ্যাসের মূল্যবৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘যাদের দিয়ে রাতের অন্ধকারে ভোট কাটা যায়, যাদেরকে দিয়ে ভোট কেন্দ্র দখল করা যায়, যাদেরকে দিয়ে নির্বাচনে জয়ী হওয়া যায়, ক্ষমতালোভী সরকার তাদের জন্য বাজেটে বরাদ্দ দিয়েছে। যারা ফুটপাতে ঘুমায়, যারা ছোট ব্যবসা করে, ছোট চাকরি করে, যারা সাধারণ মানুষ তাদের জন্য বাজেটে কোনো বরাদ্দ নাই। সাধারণ মানুষ এই সরকারের বিবেচনায় নেই। কারণ ৩০ ডিসেম্বরের ভোট ২৯ ডিসেম্বর রাতেই হয়ে যায়। সাধারণ মানুষের ভোট তো এই সরকারের প্রয়োজন হয় না। তাহলে মানুষকে খুশি করার কি দরকার?’

তিনি বলেন, ‘বাংলাদেশের সাধারণ মানুষ আজ নিঃশেষ হয়ে যাচ্ছে। কিন্তু সুখে আছে তারা, যারা হাজার হাজার কোটি লুট করে বিদেশে পাচার করেছে। সুখে আছে তারা, যারা সরকারি প্রভাব কাটিয়ে প্রতিদিন লাখো-কোটি টাকা উপার্জন করছে।’

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ‘যারা গ্যাস দিয়ে কারখানা চালায় তারা ব্যবসা করতে পারবে না। কারণ গ্যাসের দাম ৪৪ পারসেন্ট বেড়ে গেছে। আর যদি গ্যাস কিনে ব্যবসা করতে হয় উৎপাদিত পণ্যের দাম কয়েক গুণ বেড়ে যাবে। সেটাও এসে সাধারণ মানুষের ওপর পড়বে। অর্থাৎ আমরা যারা সাধারণ মানুষ আমরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ সরকারের গণবিরোধী সিদ্ধান্তের শিকার হয়ে গেছি।’

বিএনপির নীতিনির্ধারণী ফোরামের এই সদস্য বলেন, ‘সরকারের গণবিরোধী আচরণের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেয়ার জন্য আজ আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে ভীষণ দরকার। মানুষ দেশের এ অবস্থার পরিবর্তন চায়। আর এজন্য আমাদেরকে আন্দোলন সংগ্রাম করেই আমাদের নেত্রীকে মুক্ত করতে হবে।’

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন- বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক নূরে আরা সাফা, মহিলা দলের নেত্রী অপর্ণা রায় প্রমুখ।


আরো সংবাদ



premium cement