০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


সংঘর্ষ নিয়ে বিএনপিকে আক্রমন করে যা বললেন জয়

সজিব ওয়াজেদ জয়। - ছবি: সংগৃহীত

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রিয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ওই দলের নেতাকর্মীদের ‘জেলে ভরে’ রাখা উচিৎ।

বুধবার ওই সংঘর্ষের পর নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজে প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয় এ মন্তব্য করেন।

জাতীয় নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনে (বুধবার) নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের উপর পুলিশ বলপ্রয়োগ করলে তাদের সাথে পুলিশের সংঘর্ষ বাধে। এতে পুলিশের দুটি গাড়ি পুড়িয়ে দেয়া হয়।

সজিব ওয়াজেদ জয়ের স্টাটাস

পাঠকদের জন্য সজিব ওয়াজেদ জয়ের স্টাটাসটি হুবহু তুলে দেয়া হলো...

‘নির্বাচনী প্রক্রিয়া শুরু হতে না হতেই বিএনপির সহিংসতাও শুরু হয়ে গেছে। ঠিক যেভাবে তারা ২০১৩ ও ২০১৫ সালে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে সাধারণ মানুষদের জীবন্ত পুড়িয়েছিল।

বিএনপিকে কোনোদিক থেকেই আর রাজনৈতিক দল বলা যায় না, তারা একটি সন্ত্রাসী সংগঠন। কানাডিয়ান ফেডারেল আদালতও একই কথা বলেছে একাধিকবার। তাদের সবাইকে জেলে ভরে রাখা উচিত।’

দেখুন:

আরো সংবাদ



premium cement