২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


বিদেশে ১১.৬৬ লাখ নারী শ্রমিক কর্মরত : মন্ত্রী

- ছবি - ইউএনবি

বিশ্বের বিভিন্ন দেশে এ পর্যন্ত মোট ১১ লাখ ৬৬ হাজার অভিবাসী নারী শ্রমিক গেছেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ বুধবার জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য আদিবা আনজুম মিতার প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিদেশে নারী শ্রমিকের চাহিদা বেশি এমন দেশগুলোর মধ্যে রয়েছে- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, মরিশাস, লেবানন এবং বাহরাইন।

মন্ত্রী বলেন, ‘অভিবাসী নারী শ্রমিকরা যাতে কোনো বৈষম্যের শিকার না হন তা নিশ্চিত করতে সরকারের সতর্কতা ও উদ্যোগ অব্যাহত রয়েছে।’

ইমরান আহমদ বলেন, সৌদি আরব, জর্ডান, ওমান ও লেবাননে অভিবাসী নারী শ্রমিকদের সুরক্ষায় মোট ছয়টি নিরাপদ অঞ্চল রয়েছে।

জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চলতি অর্থবছরের অক্টোবর পর্যন্ত বিভিন্ন দেশে চার লাখ ৫৩ হাজার ৩৩৭ জন শ্রমিক বিদেশে কর্মরত আছেন।

তিনি বলেন, গত ২০২২-২৩ অর্থবছরে ১১ লাখ ২৫ হাজার ৮২৫ জনকে বিভিন্ন দেশে পাঠানো হয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement