উত্তর কোরিয়ার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ চেষ্টা ব্যর্থ
- রয়টার্স
- ০১ জুন ২০২৩, ০০:০০
উত্তর কোরিয়ার একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের চেষ্টা ব্যর্থতার মধ্য দিয়ে শেষ হয়েছে, উৎক্ষেপিত রকেট সাগরে পড়ে ডুবে গেছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে। উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, ইঞ্জিন ও ফুয়েল সিস্টেমে অস্থিতিশীলতার কারণে নতুন ‘চোল্লিমা-১’ কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ রকেট ব্যর্থ হয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা সাগর থেকে রকেটচালিত যানটির কিছু অংশ উদ্ধার করেছে। গতকাল বুধবারের এই উৎক্ষেপণ চেষ্টা পারমাণবিক অস্ত্রসজ্জিত দেশটির কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের ষষ্ঠ আর ২০১৬-র পর প্রথম প্রচেষ্টা ছিল। উত্তর কোরিয়ার প্রথম গোয়েন্দা স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করার কথা ছিল এটির। নিজেদের প্রযুক্তিগত ব্যর্থতার অকপট স্বীকারোক্তি দিয়ে কেসিএনএ’র খবরে বলা হয়েছে, ‘দ্বিতীয় ধাপের ইঞ্জিনের অস্বাভাবিক শুরুর পর ধাক্কার জোর হারিয়ে রকেট সাগরে পড়ে গিয়ে নিমজ্জিত হয়।’