০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


সুদানের রাজবন্দীরা অনশনে মিডল ইস্ট মনিটর

-

দ্যা সুদানিজ কংগ্রেস পার্টি জানিয়েছে, ২৫ অক্টোবর তারিখে আটক হওয়ার পর সুদানের রাজনৈতিক বন্দীরা গত শুক্রবার থেকে অনশন ধর্মঘট পালন করছেন। এমনকি তারা কোনো আইনি সেবাও গ্রহণ করছেন না। শুক্রবার সুদানিজ কংগ্রেস পার্টির পক্ষ থেকে এসব তথ্য প্রকাশ করা হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
এক বিবৃতিতে সুদানিজ কংগ্রেস পার্টির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সুদানের রাজধানী খার্তুমের শেন্ডি কারাগারে কঠোর নিরাপত্তা বলয়ে থাকা রাজনৈতিক বন্দীরা শুক্রবার থেকে অনশন ধর্মঘট পালন করা শুরু করেছেন। শেন্ডি কারাগারের ওই অনশন ধর্মঘটে সুদানিজ কংগ্রেস পার্টির কয়জন সদস্য অংশ নিয়েছে তা জানানো হয়নি।

 


আরো সংবাদ



premium cement