২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

শক্ত হাতে জাতীয় স্বার্থ রক্ষা করবে রাশিয়া : পুতিন

-

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, জাতীয় স্বার্থ এবং জনগণের নিরাপত্তা রক্ষার জন্য সর্বশক্তি নিয়োগ করবে মস্কো। একই সাথে আন্তর্জাতিক আইন রক্ষায় তার দেশ ভূমিকা রাখবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭৬তম বিজয় বার্ষিকী উপলক্ষে মস্কোর জাতীয় প্যারেড অনুষ্ঠিত বিশাল সেনা সমাবেশে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট পুতিন এ কথা বলেন। সমাবেশে রাশিয়ার হাজার হাজার সেনা অংশ নেন। সমাবেশে ১২ হাজার সেনা, ১৯১টি সামরিক ইকুইপমেন্ট ইউনিট এবং ৭৬টি বিমান ও হেলিকপ্টার অংশ নেয়। এ বছরের বিজয় বার্ষিকী উপলক্ষে রাশিয়ার এই নো সমাবেশ এমন সময় অনুষ্ঠিত হলো যখন ইউক্রেনসহ বেশ কয়েকটি ইস্যুতে পাশ্চাত্যের সাথে রাশিয়ার প্রচণ্ড রকমের সামরিক উত্তেজনা চলছে।
ভøাদিমির পুতিন বলেছেন, তার দেশ সব সময় আন্তর্জাতিক আইন মেনে চলেছে। এর পাশাপাশি দেশ ও জাতির স্বার্থ রক্ষা করেছে। তিনি বলেন, রুশ জনগণ যাতে অনিরাপদবোধ না করে সে বিষয়ে সোচ্চার রয়েছে তার সরকার। এ সময় তিনি রাশিয়া সম্পর্কে ভীতি ছড়িয়ে দেয়ার পরিণতির বিষয়েও হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইউরোপ ও আমেরিকার যখন রাশিয়ার উত্তেজনা বাড়ছে তখন এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো।

 


আরো সংবাদ



premium cement