০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


রাশিয়ায় ফিরলেই গ্রেফতার হচ্ছেন নাভালনি

-

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক অ্যালেক্সাই নাভালনি রাশিয়াতে ফিরলে তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে দেশটির কারা কর্তৃপক্ষ। বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকার সময়ে একটি মামলায় হাজিরা দেয়া থেকে বিরত থাকায় তাকে গ্রেফতারের ঘোষণা দেয়া হয়েছে। আগামীকাল রোববার তার মস্কো ফেরার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে বিমান থেকে নামার পরই তাকে আটক করা হবে।
গত আগস্টে বিষ প্রয়োগের ফলে নাভালনি অসুস্থ হয়ে পড়েন। কোমায় চলে গেলে দুই দিন পরে তাকে জার্মানি নিয়ে যাওয়া হয়। দীর্ঘ দিন চিকিৎসার পর এখন অনেকটাই সুস্থ। জার্মানি, ফ্রান্স ও সুইডেনের ল্যাবে পরীক্ষা করে নাভালনিকে বিষ প্রয়োগের সত্যতা প্রমাণিত হলেও তা মানতে নারাজ ক্রেমলিন। ২০১৪ সালে একটি মামলায় নাভালনিকে দোষী সাব্যস্ত করে আদালত। ওই মামলায় প্যারোলে থাকলেও চিকিৎসাধীন অবস্থায় হাজিরা দিতে ব্যর্থ হন তিনি। এবারে তাকে ওই মামলায় গ্রেফতারের ঘোষণা দিয়েছে রুশ কর্তৃপক্ষ।


আরো সংবাদ



premium cement