২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


কাশ্মিরিদের লড়াইয়ে সমর্থন অব্যাহত রাখবে পাকিস্তান

কালো দিবসে ইমরান খান
-

কাশ্মিরের আত্মনিয়ন্ত্রণের অধিকার লাভের লড়াইয়ের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ২৭ অক্টোবর কাশ্মিরের ‘কালো দিবস’ উপলক্ষে এক ভিডিও বার্তায় নিজ দেশের অবস্থান জানান তিনি।
ইমরান খান বলেন, জাতিসঙ্ঘে দেয়া ভাষণেও কাশ্মিরের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে তিনি কথা বলেছেন। সেই অধিকার অর্জিত না হওয়া পর্যন্ত তিনি ভারতীয় দখলদারিত্বে থাকা কাশ্মিরিদের পক্ষে কথা বলতেই থাকবেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, কাশ্মিরের মানুষের দুর্দশার চিত্র আমি পুরো দুনিয়ার কাছে তুলে ধরব। বারবার তাদের এটি মনে করিয়ে দেবো। ইমরান খান বলেন, আমরা শুধু একটা জিনিসই চাই; আর তা হচ্ছে শান্তি। এ অঞ্চলে সমৃদ্ধি আনার এটিই একমাত্র পথ। ভারতকে আবারো বলছিÑ আমরা শান্তির জন্য প্রস্তুত। তবে তার জন্য দিল্লিকে অবশ্যই কাশ্মিরে সামরিক অবরোধের অবসান ঘটাতে হবে। উপত্যকার মানুষকে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার দিতে হবে।
১৯৪৭ সালের ২৭ অক্টোবর জম্মু ও কাশ্মির দখল করে ভারত। ভারতের কাশ্মির দখলের বিরুদ্ধে বিশ্বজুড়ে পাকিস্তানি ও কাশ্মিরিরা কালো দিবস পালন করে থাকেন। ভারতের ওই দখলদারিত্ব প্রত্যাখ্যান করে পাকিস্তান। ২০১৯ সালের ৫ আগস্ট সংবিধান থেকে জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদাসংক্রান্ত ধারাটি বিলোপ করে ভারতের কেন্দ্রীয় সরকার। এর মাধ্যমে জম্মু ও কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিল হয়ে যায়।
এ প্রসঙ্গে ইমরান খান বলেন, ভারত অঞ্চলটিকে উন্মুক্ত কারাগারে পরিণত করেছে। অতিরিক্ত সেনা মোতায়েন করে এবং মিডিয়া ও যোগাযোগব্যবস্থার ওপর অনাকাক্সিক্ষতভাবে বিধিনিষেধ দিয়ে কাশ্মিরকে এই গ্রহের সবচেয়ে বড় জেলখানা বানিয়ে ফেলা হয়েছে।


আরো সংবাদ



premium cement