০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


আর্মেনিয়ার ২৩০০ সেনা নিষ্ক্রিয় করার দাবি আজারবাইজানের

-

নাগোরনো-কারাবাখ অঞ্চলে চলতে থাকা লড়াইয়ে আর্মেনিয়ার দুই হাজার তিনশ’ সেনাকে নিষ্ক্রিয় করার দাবি করেছে আজারবাইজান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃৃতিতে জানানো হয়েছে, নিজেদের অঞ্চলে চালানো হামলা প্রতিহত করতে আজারবাইজান সেনাবাহিনীর পাল্টা হামলায় আর্মেনিয়ার এসব সেনাসদস্য নিহত কিংবা আহত হয়েছে। এ ছাড়া প্রতিপক্ষের বিপুলসংখ্যক অস্ত্র ও সামরিক সরঞ্জাম ধ্বংসেরও দাবি করেছে দেশটি।
সংঘর্ষে উভয় পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও দুই দেশই আলোচনায় বসার সম্ভাবনা নাকচ করেছে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, তারা আর্মেনিয়ার সাথে কোনো আলোচনা করবেন না। একই ধরনের কথা বলেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান।

 


আরো সংবাদ



premium cement