০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


রাম মন্দির উদ্বোধনের আগে গণমাধ্যমে চাপ বাড়াচ্ছে মোদি সরকার

-

আদালতের বিতর্কিত সিদ্ধান্তে ভারতের অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হচ্ছে। নানাবিধ বাধার মুখে পিছিয়ে যেতে থাকে ভূমিপূজা করে ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ। কিন্তু এ নিয়ে নতুন করে আর কোনো বিতর্ক চায় না অযোধ্যার জেলা প্রশাসন। তাই অযোধ্যার জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী সপ্তাহে রাম মন্দিরে ভূমি পূজা পর্যন্ত সংবাদমাধ্যমগুলোর টুঁটি চেপে ধরে রাখার মতো নিন্দনীয় সিদ্ধান্ত নিয়েছে।
জানা যায়, সংবাদমাধ্যমগুলোকে নির্দেশ দেয়া হয়েছে যে তারা যাতে রাম মন্দিরের কোনো বিরোধী পক্ষকে আমন্ত্রণ না করে তার প্রতিশ্রুতি দিতে হবে। এ ছাড়াও কোনো ধর্ম, সম্প্রদায়, দল বা কোনো বিশেষ স্বতন্ত্র ব্যক্তির বিরুদ্ধেও কোনো মন্তব্য না করার অঙ্গীকার দিতে হবে সংবাদমাধ্যমগুলোকে। জেলা প্রশাসনের জারি করা নিয়মাবলীতে উল্লেখ করা হয়েছে যে ইলেকট্রনিক চ্যানেলের জন্য যদি আইনশৃঙ্খলার বিরূপ পরিস্থিতি দেখা দেয় তবে তার জন্য চ্যানেলের প্রধানকে জবাবদিহি করতে হবে।
এতেই ক্ষান্ত হয়নি জেলা প্রশাসন। সংবাদমাধ্যমের প্রধানদের সই করা ওই নিয়মাবলিতে বলা হয়েছে, আইনব্যবস্থাকে যথাযথভাবে ধরে রাখা হবে কিন্তু তা সত্ত্বেও যদি কোনো ধরনের গণ্ডগোল হয় তবে তার জন্য আমি ব্যক্তিগতভাবে দায়বদ্ধ থাকব। বিতর্ক শোতে কোনো বিরোধী পক্ষ নয় এই নিয়মাবলি পাঠানো হয়েছে সব সংবাদমাধ্যমের দফতরে।
এই নিয়মাবলিতে বলা হয়, রাম মন্দিরের ভূমি পূজা নিয়ে বিতর্কের অনুষ্ঠানে সংবাদমাধ্যমগুলোকে প্রতিশ্রুতি দিতে হবে যে সেখানে কোনো বিরোধী দলকে ডাকা হবে না। কোনো ধরনের ধর্ম, সম্প্রদায়, দল বা ব্যক্তি বিশেষে কোনো মন্তব্য করা চলবে না।
সংবাদমাধ্যমগুলোকে এও আশ্বস্ত করতে হবে যে সামাজিক দূরত্ব বিধি মানা হবে, রেকর্ডিংয়ের সময় কোনো জমায়েত বা দর্শক থাকবে না একমাত্র প্যানেল সদস্য বাদে এবং সবাই মাস্ক পরে থাকতে হবে। সংবাদমাধ্যমের প্রধানরা জানিয়েছেন যে এই অনুষ্ঠান কভার করতে তাদের কোনো সমস্যা নেই, সব বন্দোবস্ত হয়ে গিয়েছে। ভূমি পূজার জায়গায় আলাদা সংবাদমাধ্যমের জায়গা ও লাইভ সম্প্রচারের সুবিধা রয়েছে। সব ধরনের সরকারি নিয়ম বিধি মেনেই এই কার্যক্রম কভার করা হবে।
আগামী ৫ আগাস্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের আগে ভূমি পূজা করা হবে। এই উপলক্ষে অযোধ্যায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিজেপি ও আরএসএসের বড় বড় শীর্ষ নেতারা। ইতোমধ্যেই চলছে অযোধ্যায় শেষ মুহূর্তের প্রস্তুতি।


আরো সংবাদ



premium cement
হাসপাতালের পৌঁছেছেন খালেদা জিয়া নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ'লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি হাসপাতালের উদ্দেশে রওনা হলেন খালেদা জিয়া বৃহস্পতিবার স্কুল-কলেজ খোলা না বন্ধ, সিদ্ধান্ত জানায়নি শিক্ষা মন্ত্রণালয় দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যার সতর্কতা জারি সকল দল-মতের মানুষকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মির্জা ফখরুলের শফিউল বারী বাবুর জন্মদিনে পানি ও স্যালাইন বিতরণ করল তার দুই শিশু সন্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ : আফগান দলে ছয় অলরাউন্ডার কপ-২৯ সম্মেলনে জলবায়ু সহনশীলতা অ্যাডভোকেসি জোরদার করবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও নির্যাতন বন্ধের দাবি বিএফইউজে-ডিইউজের সব আদালতে ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়ন করা হবে : প্রধান বিচারপতি

সকল